Tuesday, November 4, 2025

ফের কলকাতা বিমানবন্দরে উদ্ধার সোনা, তল্লাশি চালাতেই কেল্লাফতে!

Date:

ফের কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার সোনা (Gold)। বেআইনিভাবে সোনা পাচারের অভিযোগে ইতিমধ্যেই ৫ যাত্রীকে আটক করেছে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকরা। ধৃতদের থেকে প্রচুর সোনার গয়না পাওয়া গিয়েছে বলে অভিযোগ। বিমানবন্দর সূত্রে খবর, সব মিলিয়ে কমপক্ষে ২৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১৪ লক্ষ ১৮ হাজার ৬৭০ টাকা।

বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ব্যাংকক থেকে কলকাতাগামী থাই এয়ারওয়েজের (Thai Airways) একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেই বিমানেই ছিলেন ওই পাঁচ ভারতীয় যাত্রী। তবে গ্রিন চ্যানেল পার করার সময় বাধে বিস্তৃতি। শুল্ক দফতরের এয়ার এন্টেলিজেন্স শাখার আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়ে বুঝতে পারেন ওই যাত্রীদের কাছে সোনা রয়েছে। তারপরই তাঁদের আটক করা হয়।

তবে শুল্ক দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ওই ৫ যাত্রীকে আটক করা হয়েছিল। পরে সোনা বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয় তাঁদের। এরপর তাঁদের কাছ থেকে একে একে বের করা হয় সোনার গয়না। তবে বেআইনিভাবে সোনা নিয়ে যাওয়ার অভিযোগে প্রত্যেক যাত্রীকে আটক করা হয় ও সন্ধ্যা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version