Sunday, August 24, 2025

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে তরুণের জীবন বাঁচালেন ওসি সৌভিক ও তাঁর টিম

Date:

ফের হাওড়া (Howrah) ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (OC Souvik Chakraborty) তৎপরতায় প্রাণ বাঁচাল এক পথচারীর। সঠিক সময় একটি তরুণকে হাসপাতালে (Hospital) পৌঁছে দেন তিনি। সময় চিকিৎসা পেয়ে আপাতত বিপদমুক্ত তিনি।

বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ওসি সৌভিক চক্রবর্তী ও সার্জেন্ট সমরেশ ঘোষ মহাত্মা গান্ধী রোডের মোড়ের কাছে ডিউটিতে ছিলেন। হঠাৎ একটি তরুণ তাঁদের কাছে গিয়ে বলেন, তাঁর শরীর খারাপ লাগছে। আল আমিন নামের ওই তরুণ মাত্রাতিরিক্ত ঘামছিলেন। তার মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল। আল আমিনকে জল খাওয়ান ওসি সৌভিক। কিন্তু তাও অব্যবস্থার উন্নতি না হলে, সৌভিক তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ততক্ষণে তরুণ অজ্ঞান হয়ে যান।

এক মুহুর্তে সময় নষ্ট না করে ট্রাফিক কন্ট্রোল রুমে জানিয়ে রীতিমতো গ্রিন করিডর করে নিজের গাড়িতেই আমিনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সৌভিক চক্রবর্তী ও সমরেশ ঘোষ। হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন ওসি। আমিনের ইসিজি করা হয়। জ্ঞান ফিরলে বাবার মোবাইল নম্বর দেন তরুণ।

উলুবেড়িয়ার বাসিন্দা আল আমিন শ্যামবাজার এলাকায় কাজ করেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ। বৃহস্পতিবার সকালে তিনি এক চিকিৎসককে দেখান। তাঁর পরামর্শ মতো ওষুধ খাওয়ার পরেই আরও অসুস্থ বোধ করেন বলে পুলিশ সূত্রে খবর।

রাতে আমিনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চিকিত্সকদের মতে, রোগীকে সঠিক সময়ে হাসপাতালে আনা হয়েছিল। আর দেরি হলে মারাত্মক পরিণতি হতে পারে। ওসি সৌভিক চক্রবর্তীর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল আমিনের বারা। তাঁর কথায়, ছেলের জীবন বাঁচিয়ে দিয়েছেন সৌভিক ও তাঁর টিম।

 

 

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version