Saturday, May 3, 2025

বাদল অধিবেশনে ঝড় ওঠার সম্ভাবনা! ৩২ নয়া বিল আনার জোর চেষ্টা কেন্দ্রের, সরব বিরোধীরা

Date:

চলতি বাদল অধিবেশনের (Monsoon Session) কাজের তালিকায় সরকারের তরফে মোট ৩২টি বিল আনা হতে চলেছে বলে খবর। যার মধ্যে নতুন বিল আসতে চলেছে ২১টি। তাতে দিল্লি সংক্রান্ত অধ্যাদেশকে বিল আকারে নিয়ে আসা থেকে শুরু করে তথ্য সুরক্ষা বিল, জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী) বিলগুলি রয়েছে। এর মধ্যে তথ্য সুরক্ষা বিলটিকে পাশ করানোর উপর সরকারপক্ষ তথা বিজেপি জোর দিচ্ছে এবং কীভাবে তা পাশ করানো যায় সেই রণকৌশল তৈরি করছে। তবে কেন্দ্রের এমন তুঘলকি সিদ্ধান্তে সরব বিরোধীরা। তাঁদের অভিযোগ, জোর করে সবকিছু চাপিয়ে দিতে চাইছে কেন্দ্র।

তবে চলতি অধিবেশনে মহিলা কুস্তিগিরদের (Wrestlers) যৌন হেনস্থা, দিল্লি সংক্রান্ত অধ্যাদেশ থেকে শুরু করে মণিপুরের হিংসার মতো বিষয় নিয়ে উজ্জীবিত বিরোধীরা যে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে (Modi Govt) চেপে ধরবেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মণিপুরের হিংসা নিয়ে বিরোধীরা বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করতে চলেছেন বলেই খবর।

বিলের তালিকায় অবশ্য অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত কোনও বিল নেই। সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ খোলার পর থেকেই সরকার বাদল অধিবেশনে বিল আনতে পারে বলে জল্পনা ছিল। কিন্তু সরকার তাড়াহুড়ো করে এই বিল আনতে চাইছে না। অন্যদিকে, অধিবেশনের আগের দিন অর্থাৎ ১৯ অগাস্ট সরকারের পক্ষ থেকে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। ১৮ আগস্ট রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar) রাজ্যসভার দলনেতাদের সর্বদল বৈঠক ডেকেছেন। দুই বৈঠকেই তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি হাজির থাকবেন না। তৃণমূল সাংসদরা ২১ জুলাইয়ের পরেই বাদল অধিবেশনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

 

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version