উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার নজিরের সামনে জোকার

আর এই জয়ের পর জোকার বলেন, সেমিফাইনালে বরাবরই কঠিন ম্যাচ খেলতে হয় এবং এই ম্যাচটাও কঠিন ছিল।

0
1

উইম্বলডন ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে তিনি হারালেন ইয়ানিক সিনারকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৭-৬। ইতিমধ্যে রাফায়েল নাদালকে টপকে সর্বোচ্চ ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ফরাসি ওপেন জিতেই গড়েছেন নোভাক জকোভিচ। এবার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস ইতিহাসে সর্বকালীন নজির ছোঁয়া থেকে আর মাত্র একটি জয় দূরে সার্বিয়ান তারকা। শুক্রবার নবমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। জিতলে অষ্টম বার ট্রফি জিতে রজার ফেডেরারকে ছুঁয়ে ফেলবেন তিনি।

শুক্রবার কার্যত একপেশে লড়াইয়ে অষ্টম বাছাই ইয়ানিক সিনারকে উড়িয়ে উইম্বলডনের ফাইনালে পৌঁছেছেন জোকোভিচ। আর এই জয়ের পর জোকার বলেন,” খুব ভাল লাগছে। এই খেলাটা আমাকে এবং পরিবারকে অনেক কিছু দিয়েছে। তাই যতটা পারব এই খেলাটাকে কিছু ফেরত দেওয়ার চেষ্টা করব। আমরা একটা ব্যক্তিগত খেলা খেলি। তাই নিজের উপরেই নিজেকে নির্ভরশীল হতে হবে। কোর্টে নামার আগে শারীরিক এবং মানসিক ভাবে নিজেকে সবার উপরে রাখতে হবে। সেমিফাইনালে বরাবরই কঠিন ম্যাচ খেলতে হয় এবং এই ম্যাচটাও কঠিন ছিল। স্কোরলাইন দেখে সব সময় বোঝা যায় না যে ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হয়েছে। খুব রুদ্ধশ্বাস একটা ম্যাচ খেললাম। ও কিছু শট খেলতে পারেনি। তাই শেষ সেটে টাইব্রেক হয়েছে। তবে সিনার প্রমাণ করেছে কেন ওকে আগামী প্রজন্মের নেতা বলা হয়। নিঃসন্দেহে ও বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড়।”

আরও পড়ুন:অভিষেকেই ম‍্যাচের সেরা, আবেগপ্রবণ যশস্বী