Saturday, August 23, 2025

ফের বাংলার মুকুটে নয়া পালক! মমতার দেখানো পথে স্বল্প সঞ্চয়ে শীর্ষে বাংলা

Date:

স্বল্প সঞ্চয়ে (Low Savings) অভূতপূর্ব সাফল্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেখানো পথে বাংলার অর্থনৈতিক বুনিয়াদ ঠিক কতটা সুদৃঢ় হয়েছে তাই প্রতিফলিত হল। ডাকঘরে (Post Office) স্বল্পসঞ্চয়ে জমা রাখা টাকার অঙ্কে দেশের মধ্যে এবার প্রথম স্থান পেল বাংলা (West Bengal)। বিজেপি-শাসিত দু’টি রাজ্যকে একেবারে পেছনে ফেলে এবার শীর্ষে উঠে এল বাংলা। ২০২১-২২  আর্থিক বছরে বাংলা থেকে জমা পড়েছে মোট ১ লক্ষ ৫৩  হাজার ৫০০ কোটি টাকা। তবে কেন্দ্রের তথ্য বলছে, এটা সর্বকালীন রেকর্ড। ২০২২-২৩ অর্থবর্ষে ইন্ডিয়া পোস্টের পেশ করা একটি রিপোর্টে  উঠে এসেছে এই তথ্য। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র (Maharashtra)। তৃতীয় স্থানে রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)।

এর আগের অর্থবর্ষে বাংলার সঞ্চয়ের পরিমাণ ছিল প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। তবে ২০২১-২২ অর্থবর্ষে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে টাইম ডেপোজিট বা মোদি আমানতে। অঙ্কটা ৫৪ হাজার ৪০০ কোটিরও বেশি। তবে কোভিডকালের মত অভূতপূর্ব প্রতিকূল পরিস্থিতিতেও বাংলার মানুষ যেভাবে স্বল্পসঞ্চয়ের পথে হেঁটেছে তা নিঃসন্দেহে দেশবাসীর কাছে একটা দৃষ্টান্ত। কেন্দ্রের লাগাতার বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে অব্যাহত রাজ্যের আর্থিক প্রগতি। গোটা বিশ্বের পরিস্থিতি দেখে বাংলার মানুষ অনিশ্চয়তায় ভুগলেও তার একটা ইতিবাচক দিকও ছিল। তবুও দৈনন্দিন খরচে রাশ টেনে অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াইয়ের জন্য স্বল্পসঞ্চয়ে মন দিয়েছিলেন সাধারণ মানুষ। আর সেকারণেই সাধারণ মানুষ ডাকঘরে টাকা রাখতে শুরু করেন সাধ্যমতো। তারই ফল মিলল হাতেনাতে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version