Friday, November 7, 2025

কোনওরকম আলোচনা না থাকলেও আচমকা নিজস্ব বিমানে চেপে ঢাকা গেলেন। তাও আবার মাত্র দেড় ঘন্টার জন্য। দেখা করলেন স্বয়ং বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর সঙ্গে। আর ভারতের ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) আচমকা ঢাকায় আসার খবর চাউর হতেই নানা গল্প রটতে থাকে। ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তাপও। তবে কেন গিয়েছিলেন তিনি? জানা গিয়েছে, বিদ্যুৎকেন্দ্র চালু ও হস্তান্তর বিষয়ে ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) সঙ্গে সাক্ষাৎ করতে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি গৌতম আদানি গিয়েছিলেন ঢাকায়। তবে হিণ্ডেনবার্গ রিপোর্টে (Hindenburg Report) আগেই মুখ পুড়েছে আদানির। বর্তমানে তাঁর অবস্থা তলানিতে ঠেকেছে। নামতে শুরু করেছে একের পর এক শেয়ার। দেউলিয়া হাল আদানি গোষ্ঠীরও। আর সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে এবার আর ভারত নয়, পড়শি দেশ বাংলাদেশে এবার জাল ফেললেন আদানি।

শনিবার এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় যান গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার বিকেলে তাঁর সংক্ষিপ্ত ঢাকা সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি টুইট করে আদানি বলেন, ১ হাজার ৬০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল গোড্ডা পাওয়ার প্ল্যান্ট পুরোদমে চালু এবং হস্তান্তর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এটি ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বলে জানা গিয়েছে। সেখান থেকেই ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বাংলাদেশে। গোড্ডায় দু’টি ইউনিট রয়েছে আদানিদের। বর্তমানে একটি চালু হয়েছে। অন্য ইউনিটটিও শীঘ্রই চালু হবে বলে জানানো হয়েছে আদানির তরফে।

২০১৭ সালের নভেম্বরেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে চুক্তি করেছিল আদানি। শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জে এক ঘোষণায় আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় গোড্ডার প্ল্যান্ট থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গতবছর ২৯ নভেম্বর বাংলাদেশের পাওয়ার গ্রিডের সঙ্গে ভারতের গোড্ডার পাওয়ার প্ল্যান্টকে যুক্ত করা হয়েছিল। বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা সেই সময় উপস্থিত ছিলেন। তবে এরই মাঝে চলতি বছরের ফেব্রুয়ারিতে রিপোর্টে দাবি করা হয়, আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে নিজেদের চুক্তি ফের একবার পর্যালোচনা করতে চাইছে বাংলাদেশ।

 

 

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version