Monday, August 25, 2025

মহাজোটের মেগা বৈঠকে যোগ দিতে সোমে বেঙ্গালুরু পাড়ি মমতা-অভিষেকের

Date:

রাত পোহালেই সোমবার বেঙ্গালুরুতে (Bengaluru) বিরোধী শিবিরের বৈঠক। দুদিনের মেগা বৈঠকে যোগ দিতে সোমবারই সেরাজ্যে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাটনার (Patna) প্রথম বৈঠকের পর এই বৈঠকে জোটের পথ আরও একধাপ এগোতে পারে বলে সূত্রের খবর। তবে বিরোধী শিবিরের নেতা নেত্রীরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক রয়েছে এবং বিরোধী দলগুলির মধ্যে খুব ভালো সমন্বয় রয়েছে। সোমবারের বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর। আর ১৮ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী জোটের মেগা বৈঠক। পাটনার পর জোটের সিদ্ধান্ত মতো দ্বিতীয় বৈঠক হতে চলেছে বেঙ্গালুরুতে।

বিরোধী শিবির সূত্র মারফৎ জানা গিয়েছে, বৈঠকের অ্যাজেন্ডা (Agenda) তৈরি করা হয়ে গিয়েছে। কংগ্রেস, তৃণমূলের তরফে বৈঠকের অ্যাজেন্ডার খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে এই বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। রবিবার তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek Obrien) জানান, বৈঠকের অ্যাজেন্ডা কী হবে, সেটা বড় কথা নয়। মূল বিষয় হল, আমরা একসঙ্গে, নিঃস্বার্থভাবে ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে কংগ্রেস বিরোধিতা করায় আপের তরফে জানানো হয়েছে, বৈঠকে তারাও যোগ দেবে। ফলে স্বাভাবিকভাবেই ফুরফুরে বিরোধী শিবির। সোমবার সন্ধে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হবে প্রথম দফার বৈঠক। দ্বিতীয় দফার বৈঠক হবে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। এদিকে সোমবারের বৈঠকের অ্যাজেন্ডায় স্বাক্ষর করেছেন অন্যান্য দলের নেতারাও। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব, কেন্দ্রীয় মন্ত্রীত্ব সহ তাঁর দীর্ঘ সংসদীয় রাজনীতির অভিজ্ঞাতকে কাজে লাগিয়ে পরবর্তী সিঁড়িগুলি ধাপে ধাপে এগোতে চায় বিরোধী নেতারা।

সূত্রের খবর, অন্যান্য বিরোধী দলের নেতারা ইতিমধ্যেই মমতাকে অনুরোধ করেছেন, যাঁতে বিরোধী ঐক্যকে এগিয়ে নিয়ে যেতে তিনি সাহায্য করেন। পাটনার বৈঠকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আপ এবং কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব মিটেছিল সেভাবেই পরবর্তী ধাপগুলিতেও মমতার সহযোগিতা চান অন্যান্য বিরোধী নেতারা। দ্বিতীয় দফার বৈঠকে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে। এছাড়াও প্রচার, আসন, রণকৌশল, যৌথসভা সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। তারজন্য বৃহত্তর বিরোধী ঐক্যের তরফে আরেকটি ছোটো গোষ্ঠী তৈরি করা হবে। সেখানেই পরবর্তী কৌশল রচনা করা হবে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। সূত্রের খবর, বৈঠকের আগেই অন্যান্য বিরোধী দলগুলিকে অ্যাজেন্ডার খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- গরিবের ১০০ দিনের কাজের টাকা আটকে ফরাসি রাষ্ট্রপ্রধানকে ৫ কোটি উপহার মোদির!

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version