Saturday, May 3, 2025

মহাজোটের মেগা বৈঠকে যোগ দিতে সোমে বেঙ্গালুরু পাড়ি মমতা-অভিষেকের

Date:

রাত পোহালেই সোমবার বেঙ্গালুরুতে (Bengaluru) বিরোধী শিবিরের বৈঠক। দুদিনের মেগা বৈঠকে যোগ দিতে সোমবারই সেরাজ্যে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাটনার (Patna) প্রথম বৈঠকের পর এই বৈঠকে জোটের পথ আরও একধাপ এগোতে পারে বলে সূত্রের খবর। তবে বিরোধী শিবিরের নেতা নেত্রীরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক রয়েছে এবং বিরোধী দলগুলির মধ্যে খুব ভালো সমন্বয় রয়েছে। সোমবারের বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর। আর ১৮ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী জোটের মেগা বৈঠক। পাটনার পর জোটের সিদ্ধান্ত মতো দ্বিতীয় বৈঠক হতে চলেছে বেঙ্গালুরুতে।

বিরোধী শিবির সূত্র মারফৎ জানা গিয়েছে, বৈঠকের অ্যাজেন্ডা (Agenda) তৈরি করা হয়ে গিয়েছে। কংগ্রেস, তৃণমূলের তরফে বৈঠকের অ্যাজেন্ডার খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে এই বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। রবিবার তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek Obrien) জানান, বৈঠকের অ্যাজেন্ডা কী হবে, সেটা বড় কথা নয়। মূল বিষয় হল, আমরা একসঙ্গে, নিঃস্বার্থভাবে ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে কংগ্রেস বিরোধিতা করায় আপের তরফে জানানো হয়েছে, বৈঠকে তারাও যোগ দেবে। ফলে স্বাভাবিকভাবেই ফুরফুরে বিরোধী শিবির। সোমবার সন্ধে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হবে প্রথম দফার বৈঠক। দ্বিতীয় দফার বৈঠক হবে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। এদিকে সোমবারের বৈঠকের অ্যাজেন্ডায় স্বাক্ষর করেছেন অন্যান্য দলের নেতারাও। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব, কেন্দ্রীয় মন্ত্রীত্ব সহ তাঁর দীর্ঘ সংসদীয় রাজনীতির অভিজ্ঞাতকে কাজে লাগিয়ে পরবর্তী সিঁড়িগুলি ধাপে ধাপে এগোতে চায় বিরোধী নেতারা।

সূত্রের খবর, অন্যান্য বিরোধী দলের নেতারা ইতিমধ্যেই মমতাকে অনুরোধ করেছেন, যাঁতে বিরোধী ঐক্যকে এগিয়ে নিয়ে যেতে তিনি সাহায্য করেন। পাটনার বৈঠকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আপ এবং কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব মিটেছিল সেভাবেই পরবর্তী ধাপগুলিতেও মমতার সহযোগিতা চান অন্যান্য বিরোধী নেতারা। দ্বিতীয় দফার বৈঠকে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে। এছাড়াও প্রচার, আসন, রণকৌশল, যৌথসভা সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। তারজন্য বৃহত্তর বিরোধী ঐক্যের তরফে আরেকটি ছোটো গোষ্ঠী তৈরি করা হবে। সেখানেই পরবর্তী কৌশল রচনা করা হবে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। সূত্রের খবর, বৈঠকের আগেই অন্যান্য বিরোধী দলগুলিকে অ্যাজেন্ডার খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- গরিবের ১০০ দিনের কাজের টাকা আটকে ফরাসি রাষ্ট্রপ্রধানকে ৫ কোটি উপহার মোদির!

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version