Friday, November 14, 2025

ঘরের মাঠে দুরন্ত জয় মোহনবাগানের, ডালহৌসিকে হারাল ২-৫ গোলে

Date:

কলকাতা লিগে জয়ের হ‍্যাটট্রিক মোহনবাগান সুপার জায়ান্ট-এর। এদিন ডালহৌসিকে ৫-২ গোলে হারাল সবুজ মেরুন। এদিন বাগানের হয়ে হ‍্যাটট্রিক সুহেল আহমেদ ভাটের। চার বছর পর কলকাতা লিগের ম্যাচ ফিরেছে মোহনবাগান মাঠে। স্বাভাবিকভাবেই প্রচুর সমর্থক এসেছিলেন রবিবার। আর সেই সমর্থকরা হতাশ হলেন না। ৫-২ গোলে জিতল মোহনবাগান।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। মাত্র ২ মিনিটেই এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন ক্লাব। বারবার জায়গা অদল বদল করে ডালহৌসির ডিফেন্সকে ছারখার করে দেন মোহনবাগান ফুটবলাররা। তবে ১৯ মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিল ডালহৌসি। বাঁ দিক থেকে বল ধরে ভেতরের দিকে ঢুকে আসতে থাকেন ডালহৌসির পল্টু দাস। কাট করে ভেতরের দিকে ঢোকার মুখে বাধা পান। তবে এছাড়া প্রথমার্ধে কোনও সুযোগই সেভাবে গড়তে পারেনি ডালহৌসি। ২৫ মিনিটে প্রথম গোল করেন সুহেল আহমেদ বাট। ডালহৌসির ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে বল ধরেন সুহেল। কিছুটা এগিয়ে গিয়ে ডি বক্সের সামনে থেকে গোলরক্ষক বিক্রম পাড়িয়াকে এগিয়ে আসতে দেখে দারুণ শট করেন সুহেল। তাঁর শট জালে জড়ায়। দারুণ গোল করেন কাশ্মীরি এই ফুটবলার। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান সুহেল। ডানদিক থেকে ভেসে আসা সেন্টারে দারুণভাবে পা ছুঁয়ে গোল করে যান মোহনবাগানের তরুণ ফুটবলার। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক করেন সুহেল। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান তিনি। ডান পায়ে ডানদিকের কোনায় শট করে যান তিনি। বিক্রম পাড়িয়া উল্টোদিকে ঝাঁপান। ৬১ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ফরদিন আলি মোল্লার গোলে ব্যবধান আরও বাড়ে। বাঁদিক থেকে উঠে আসা, সুহেলের মাইনাস ধরতে চেষ্টা করেন বিক্রম। তবে সেই সময় বল তাঁর হাত থেকে ফসকে যায়। সেই বলে টোকা মেরে গোল করেন ফরদিন আলি মোল্লা। তবে ৬৬ মিনিটে মোহনবাগান ডিফেন্ডারের ভুলে ব্যবধান কমায় ডালহৌসি। তবে ম্যাচের ৮৬ মিনিটে গোল করে ফের দলকে এগিয়ে দেন ফরদিন আলি মোল্লা। এরপর ইনজুরি টাইমে ডালহৌসির হয়ে ২-৫ করেন আবাশ কুণ্ডু।

আরও পড়ুন:শতরানের পর ফোন করে কার কাছে কেঁদেছিলেন যশস্বী? 

Related articles

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...
Exit mobile version