হুগলিতে শহিদ দিবসের প্রচার মিছিল তৃণমূলের

0
1

তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস সফল করতে রবিবার হুগলিতে মিছিল করল তৃণমূল নেতৃত্ব। এদিন ডানকুনি চৌমাথা থেকে কালিপুর মোড় অবধি প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল করে তৃণমূল কংগ্রেস দলের নেতা কর্মীরা।

ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের উদ্যোগে একুশে জুলাই এর সমর্থনে মহা মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায়, ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, যুব সভাপতি পৌর পিতা কবিরুল আলম, মহিলা সভানেত্রী পৌর মাতা মমতা মুখোপাধ্যায়, শ্রমিক সংগঠনের সভাপতি পৌর পিতা দেবাশীষ নন্দী, জয় হিন্দ বাহিনীর সভাপতি পৌরপিতা সূর্য দে, বঙ্গজননী সভানেত্রী পারমিতা দে প্রমুখ নেতৃবৃন্দ সহ প্রত্যেক কাউন্সিলর।এদিন প্রায় ৫০০০ মানুষের এই মহা মিছিল ডানকুনির মানুষের কাছে ছিল নজরকাড়া।

আরও পড়ুন- আরও বিপাকে ব্রিজভূষণ! যৌ.ন হেনস্থা, আ.র্থিক দু.র্নীতির পরে উঠে এলো আরও গুরুতর অভিযোগ Â