আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা

0
2

ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই ঘূর্ণাবর্ত। প্রাথমিক ভাবে আবহাওয়া দফতরের খবর, আগামী ১৬ জুলাই রবিবার বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। রবিবার থেকে রাজ্যে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাব এ রাজ্যে কতটা পড়বে বা আদৌ পড়বে কি না তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আবহবিদরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে বিহার হয়ে শ্রীনিকেতনের উপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে শনিবারের পর রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। এদিকে শুক্রবার বিকেলের পর থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। শনিবারের পর উত্তরে বৃষ্টির পরিমাণ আরও কমবে। উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। রবিবার শহর কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। শনিবারের তুলনায় রবিবার বৃষ্টি সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন- প্রস.বের পর পাঁচ প্রসূতির কিড.নি বিকল! উদ্যোগ নিয়ে চিকিৎসার ব্যবস্থা মেয়রের