রাজ্য সরকারের উদ্যোগে ALS রো.গের গবেষণা শুরু হল বাংলায়

অ্যামিয়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা এএলএস হল স্নায়ুর রোগ। এই রোগের কারণে আজকের দিনে দাঁড়িয়েও মানুষ অসহায়। অ্যামিয়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস পরীক্ষার পরিসর সীমিত এবং ব্যয়বহুল। যদিও এখনও পর্যন্ত রোগটির নিশ্চিত কারণ জানা যায়নি। বিজ্ঞানীরা মনে করেন, শতকরা পনেরো ভাগ জিনগত ত্রুটি এই রোগের কারণ। ল্যান্সেট জার্নালের সাম্প্রতিক গবেষণাপত্রে উঠে এসেছে, এএলএস হওয়ার সম্ভাবনা প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ১ বা দুজনের।

অ্যামিয়োট্রপিক শব্দের অর্থ পেশি সংক্রান্ত অসুবিধা এবং ল্যাটারাল-এর অর্থ আড়াআড়ি, স্ক্লেরোসিস মানে ক্রমশ ক্ষমতাহীন হয়ে পড়া। এই রোগের প্রাথমিক লক্ষণগুলি হল অকারণে হোঁচট খেয়ে পড়ে যাওয়া, পা টেনে চলা, হাঁটাচলায় সমস্যা, যে কোনও এক দিকের হাত বা পায়ের ক্রমবর্ধমান দুর্বলতা ও সঙ্গে পেশি ক্রমে শুকিয়ে যাওয়া, লিখতে গেলে, বোতাম লাগাতে বা চাবি খুলতে গেলে হাতের দুর্বলতা। এই রোগের আরও বিভিন্ন উপসর্গ নিয়ে গবেষণা করছেন চিকিৎসকরা।

এই রোগটির কোনও প্রমাণিত চিকিৎসা নেই। দেশে-বিদেশে যতটুকু করা হয়, সবটাই পরীক্ষামূলক। ঠিক এই কারণে এই রোগটি ক্যানসারের চেয়েও অনেকটাই বিপজ্জনক। তবে এই রোগ কারো হলে সে ৫ বছর, আবার ২০ বছর বা তার বেশিও বেঁচে থাকতে পারে। এবার বাঙালি চিকিৎসক এবং বিজ্ঞানীরা উভয়ে মিলে এই কাজটি করছেন, জিনকে মূলত এডিট করে, জিনের চরিত্র বদলে করে চিকিৎসা করার বিষয়ে ভাবছেন। মূলত এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা, তাঁরা রোগী পাবেন বাঙ্গুর হাসপাতাল থেকে। বিজ্ঞানীরা রোগীদের জিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তৃণমূল সাংসদ দোলা সেন এবং রাজ্য সরকারের উদ্যোগের এই পরিকল্পনা করা হয়েছে। চিকিৎসকদের দলে রয়েছে চিকিৎসক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গেই এই রোগের স্যাম্পেল পরীক্ষা করা হবে এবার থেকে। এই পরীক্ষা- নিরীক্ষায় আর্থিকভাবে সাহায্য করবে রাজ্য সরকার। এএলএল রোগে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত হয়েছেন চিকিৎসক সুব্রত গোস্বামী।

আরও পড়ুন- নিজেরা বসে সমস্যা মেটান: কেজরিওয়াল ও উপরাজ্যপাল সংঘাত প্রসঙ্গে শীর্ষ আদালত

এই রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের একাধিক গুণিজন। এএলএস রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। তাঁর মাত্র বাইশ বছর বয়সে এই রোগ ধরা পড়ে। নিউ ইয়র্ক ইয়াংকি দলের বেসবল খেলোয়াড় লাও গেহরিগ তাঁর এএলএস ধরা পড়ে ঠিক দুবছরের মধ্যেই মারা যান। গানস অব নাভারোন-খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা ডেভিড নিভেন মারা যান অ্যামিয়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস-এ।

 

 

Previous articleনিজেরা বসে সমস্যা মেটান: কেজরিওয়াল ও উপরাজ্যপাল সংঘাত প্রসঙ্গে শীর্ষ আদালত
Next articleপ্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে আর দেরি নয়! রাজ্যের নয়া উদ্যোগে খুশি সরকারি কর্মীরা