Saturday, January 31, 2026

সারদাকাণ্ডে আমার সঙ্গে শুভেন্দুকে মুখোমুখি বসিয়ে জেরা করুক CBI: কুণাল

Date:

Share post:

সারদা কাণ্ডে আমার সঙ্গে শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। এমনই দাবি তুলে রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। একইসঙ্গে জানালেন, সারদা মামলায়(Sarada Case) শুভেন্দু জেলে ঢুকবে, কিন্তু এজেন্সি যদি নিরপেক্ষ হয় তবে বের হতে পারবে না।

সারদা কাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুদীপ্ত সেনের টাকা লেনদেনের তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। এই ইস্যুতে বিচারপতিকে চিঠিও লিখেছেন সুদীপ্ত সেন। এমনকি বিষয়টি নিয়ে সিবিআইকে তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত। এই ইস্যুকে তুলে ধরে সোমবার এক ভিডিও বার্তায় শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কুণাল ঘোষ বলেন, “সারদা মামলায় সুদীপ্ত সেনের সঙ্গে শুভেন্দু যোগ প্রকাশ্যে চলে এসেছে। কোথাও ব্যাঙ্ক ড্রাফট তো কোথাও নগদ টাকার মাধ্যমে লেনদেন হয়েছিল। আদালত ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছে। সেই জন্যই পাল্টা নাটক শুরু করেছে এই শুভেন্দু অধিকারী।” এর সঙ্গেই তিনি বলেন, “২০১৩ সাল থেকে এই মামলায় আমার কাঁধে বন্দুক রেখে আমার জীবন ধংস করার খেলা করছিল কয়েকজন। শুভেন্দুর কাছে যদি কোনও তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে এতদিন তদন্তকারীদের দিল না কেন? ২০১৪ সালে সিবিআই ওকে জেরা করে, তখন কেন দিল না? তার পরিবর্তে বাঁচতে অমিত শাহের পা ধরে চলে গেল বিজেপিতে।”

এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে মুখোমুখি জেরার আবেদন জানিয়ে কুণাল বলেন, “আমার স্পষ্ট বক্তব্য, শুভেন্দু অধিকারির যদি সৎ সাহস থাকে সিবিআইকে আমি অনুরোধ করব আমার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক শুভেন্দু অধিকারীকে। এর আগেই একাধিক জনের সঙ্গে আমাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। শুভেন্দুর সঙ্গেও হোক। তদন্তকারীদের কাছে অনুরোধ, শুভেন্দুকে কোনওরকম বাড়তি সুযোগ দেবেন না। ও কাঁথির নথি আনুক। শুভেন্দু জেলে ঢুকবে। কিন্ত এজেন্সি যদি নিরপেক্ষ থাকে তবে বের হতে পারবে না।”

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...