Friday, January 9, 2026

অভিষেকের হয়ে ব্যাট ধরে বিকাশকে “অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা” স্মরণ করালেন কুণাল

Date:

Share post:

সাম্প্রতিক কিছু ঘটনায় বিচারব্যবস্থার একাংশের প্রতি চরম অভিমান প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাইকোর্টের (Calcutta High Court) এক বিচারপতির নাম নিয়ে সরাসরি বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) নাম উচ্চারণ করে অভিষেক বলেছিলেন, “হাইকোর্টের জাস্টিস, রাজাশেখর মান্থার জাজমেন্ট… এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু আগামিদিনে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া যাবে না। সেই রাজাশেখর মান্থাই জাজমেন্ট দিয়ে বিজেপির গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছে।” এবার এই মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নালিশ জানালেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।

আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি। সোমবার মামলাকারী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে অভিযোগপত্র হলফনামা আকারে দাখিল করার নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। চলতি সপ্তাহে ফের বসবে বৃহত্তর বেঞ্চ। সেখানে এই হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এদিন ফের অভিষেকের হয়ে ব্যাট ধরলেন তৃণমূলের রাজ্য সাধারণ তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “আবারও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও আদালত অবমাননা করেননি। তিনি একটি গভীর আক্ষেপের কথা বলেছেন। বিজেপি রাজনৈতিক ভাবে লড়তে না পেরে তাঁকে এবং তৃণমূলের নেতা-নেত্রীদের এজেন্সি দিয়ে হয়রানি করছে। অন্যদিকে, সুরক্ষা কবচ পেয়ে বিজেপির গুন্ডারা আরও বেশি বেপরোয়া হয়ে সন্ত্রাস করছে। সুরক্ষা কবচের পর সুরক্ষা কবচ নিয়ে একটি আক্ষেপ প্রকাশ করেছেন অভিষেক, এর সঙ্গে আদালত অবমাননার কোনও সম্পর্ক নেই। অভিষেক এবং তৃণমূল আদালতকে সম্মান করে।”

এরপরই বিকাশরঞ্জন ভট্টাচার্যকে খোঁচা মেরে কুণাল বলেন, “বিকাশরঞ্জন ভট্টাচার্য পিটিশন জমা দেবেন শুনছি। বিকাশবাবু যেন তাঁর হলফনামাতে লিখে দেন, তিনি যে দলের নেতা সেই দল অর্থাৎ সিপিএম নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান বলেছিলেন অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা। হলফনামাতে নিজেদের সেই সিপিএম পরিচয়টা যেন উজ্জ্বল করেন।”

 

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...