Saturday, November 8, 2025

এশিয়ান গেমসে ভারতকে খেলতে দেওয়ার অনুরোধ নিয়ে প্রধানমন্ত্রী-ক্রীড়ামন্ত্রীকে চিঠি স্টিমাচের

Date:

আসন্ন এশিয়ান গেমসে খেলার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম‍াচ। আসন্ন এশিয়ান গেমস-এ ভারতীয় ফুটবল দল অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হওয়ার কারণে হতাশ ভারতীয় ফুটবল মহল। তবে এশিয়ান গেমস খেলার আশা ছাড়তে নারাজ সুনীলদের হেডস‍্যার। আর সেই কারণেই প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে এশিয়ান গেমসে খেলার সুযোগ চেয়ে চিঠি দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানালেন স্টিমাচ।

এদিন স্টিমাচ চিঠিতে লেখেন,” মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমি জানিনা আপনাকে কেউ এশিয়ান গেমস-এ ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ না করার বিষয় অবগত করেছেন কি না। ২০১৭ সালে ভারত অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ আয়োজন করে এবং এক অসাধারণ নতুন প্রজন্মের ফুটবলারদের তুলে আনার জন্য প্রচুর পরিমাণে খরচ করে। আপনারা সর্বদা ভারতীয়দের ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্নকে সমর্থন জানিয়েছেন। এবং আমি বিশ্বাস করি যে আপনিএভাবেই আমাদের সমর্থন করতে থাকবেন। গত ৪ বছরে ভারতীয় ফুটবল দল কঠোর পরিশ্রম করেছে এবং বেশ কিছু ভালো ফলাফলও পেয়েছে এবং প্রমাণ করেছে যে সমর্থন থাকলে জাতীয় দল ভালো ফলাফল করতে পারে। সম্প্রতি ফ্রান্সে আপনার ফুটবল এবং এমবাপের বিষয় বক্তৃতা দেশের সকল নাগরিকের মন ছুঁয়ে গিয়েছে। আমি আপনাদের জানাতে চাই যে, ২০১৭ সালের সেই অনুর্ধ্ব-১৭ দল অনুর্ধ্ব-২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অসাধারণ ফুটবল খেলে। কিন্তু এই প্রতিভাবান দল এশিয়ান গেমস-এ খেলা থেকে বঞ্চিত হয়েছে। এই দলের জন্য এশিয়ান গেমসে অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। ভারতীয় ফুটবল কোচ হিসাবে আমার মনে হয় আপনাদের এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে আপনারা ভারতীয় দলকে এশিয়ান গেমস-এ অংশগ্রহণে সাহায্য করতে পারেন।”

নিয়মের বেড়াজালে আটকে গিয়ে ভারতীয় দল। যার কারণে টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলা হচ্ছে না ভারতীয় ফুটবল দলের। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ার মধ্যে প্রথম আটে থাকলেই ভারতীয় ফুটবল দল এশিয়ান গেমস খেলতে যেতে পারবে। তবে ভারতীয় দল এশিয়ার মধ্যে ১৮ নম্বরে রয়েছে। এশিয়ান গেমসে খেলতে যেতে হলে এশিয়ার মধ্যে অন্তত আট নম্বরে থাকতে হত ভারতীয় ফুটবল দলকে।

আরও পড়ুন:প্রতিক্ষার অবসান, ইন্টার মায়ামিতে ২২ হাজার দর্শকদের সামনে হল মেসি বরণ


Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version