Tuesday, December 23, 2025

শুভমন-যশস্বীকে নিয়ে বিরাট পরিকল্পনা টিম ইন্ডিয়ার, জানালেন দলের ব‍্যাটিং কোচ

Date:

Share post:

শুভমন গিল, যশস্বী জসওয়াল। ভারতীয় ক্রিকেটে দুই উঠতি সম্পদ। ইতিমধ্যেই ব‍্যাট হাতে নিজের পারফরমেন্সে মুগ্ধ করেছেন শুভমন। ওপর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৭১ রান করে যশস্বী দেখিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। এই দুই ব‍্যাটারের খেলায় মুগ্ধ সকলে। আর দুই ক্রিকেটারকে নিয়ে বিশেষ ভাবনা ভারতীয় দলের। যা জানালেন দলের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি বিশ্বাস করেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের ভারতীয় দলের হয়ে তিন ফর্ম‍্যাটে দীর্ঘস্থায়ী কেরিয়ারের সম্ভাবনা রয়েছে।

এদিন এই নিয়ে বিক্রম রাঠোর বলেন,” গিলের সব ফর্ম্যাটেই বড় রান করার দক্ষতা রয়েছে। সে টেস্ট ক্রিকেটেও রান করেছেন। তাঁর মধ্যে যে সম্ভাবনা রয়েছে তাতে আমার কোন সন্দেহ নেই যে তিনি ব্যাটিংয়ে ভারতীয় দলের ভবিষ্যৎ ও তিনটি ফর্ম্যাটেই দীর্ঘসময় ভারতীয় দলের হয়ে খেলবেন গিল।

যশস্বী নিয়ে রাঠোর বলেন,” দ্বিতীয় দিনে জয়সওয়াল লাঞ্চের আগে ৯০ বলে প্রায় ২০ রান করেন। আমি মনে করি যে আমার কাছে ওই ইনিংসটি আরও গুরুত্বপূর্ণ ছিল। একজন খেলোয়াড় তাঁর স্বাভাবিক খেলা পরিবর্তন করে কঠিন সময় অতিক্রম করে এবং তারপরে বড় রান করতে পারে। এটি সত্যিই অসাধারণ ছিল। নিঃসন্দেহে তিন ফরম্যাটেই ভারতীয় দলের সঙ্গে দুর্দান্ত ভবিষ্যত রয়েছে জয়সওয়ালেরও। আমি আগে নির্বাচক ছিলাম। তাই যখনই কোনও ক্রিকেটারকে দলে আনা হয়, এটাই ভাবা হয় সে যেন ভারতের হয়ে আগামী ১০ বছর খেলতে পারে। যশস্বীর সেই ক্ষমতা রয়েছে। আগে কখনও যশস্বীর সঙ্গে কাজ করিনি। কিন্তু আইপিএলে নিয়মিত রান করতে দেখেছি ওকে। কতটা বৈচিত্রময় ব্যাটার ও, সেটা চোখের সামনে দেখেছি। কী অসাধারণ সব স্ট্রোক খেলতে পারে। দলের প্রয়োজন অনুযায়ী শট খেলার ক্ষমতা রয়েছে ওর।”

আরও পড়ুন:কলকাতা লিগে জয় পেল ইস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশকে হারাল ২-৪ গোলে


spot_img

Related articles

জেলা থেকে রেশন দোকান! চার ধাপে নজরদারির পথে রাজ্য

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আরও জোরদার করতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সরকারি গণবণ্টন ব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে...

পর্যটন প্রচারে নয়া উদ্যোগ! শীতের আমেজে শুরু ঝাড়গ্রাম উৎসব 

শীতের আমেজে উৎসবমুখর ঝাড়গ্রাম। পর্যটকদের আকর্ষণ বাড়াতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। কুমুদ...

চার্চে ফাদারের ঘাড় ধরে হুমকি! যোগীরাজ্যে ‘ধর্মান্তরিত বাংলাদেশি’র হিন্দুত্বের হুংকার

অন্য ধর্মের উপর আঘাত বিজেপি শাসিত রাজ্যে নতুন নয়। তবে এবার খ্রীষ্টান ধর্মের এক ফাদারের ঘাড় ধরে হুমকি...

অবসরের পর বলিউডের হিরো! নেটফ্লিক্সের ভিডিও-তে রোহিতের ছক্কা

টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা( Rohit Sharma)। বিজয় হাজারেতে খেলার...