Sunday, August 24, 2025

কী কথা তাহার সাথে! ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার শরদ সাক্ষাতে অজিত

Date:

দল ভেঙে এনডিএ শিবিতে যোগ দিলেও রবিবার শরদ পাওয়ারকে(Sharad Pawar) নিজের রাজনৈতিক গুরু হিসেবে আগেই আখ্যা দিয়েছিলেন অজিত(Ajit Pawar)। এনসিপি প্রধানের সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা পর ফের সোমবার মুখোমুখি বৈঠকে বসলেন পাওয়ার কাকা-ভাইপো। এই সাক্ষাতে অজিতের সঙ্গে রয়েছেন তার সমর্থক বিধায়কেরা(MLA)। পর পর এই বৈঠকে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। অনুমান করা হচ্ছে, বড়সড় কিছু ঘটতে চলেছে মারাঠা রাজনীতিতে।

গত রবিবার দুপুর ২ নাগাদ হঠাৎ শরদ পাওয়ারের সঙ্গে সদলবলে সাক্ষাত করেন অজিত পাওয়ার। এই সাক্ষাত প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাত করার অধিকার আমার রয়েছে। পাশাপাশি প্রফুল্ল প্যাটেলকে বলতে শোনা যায়, “আজ আমরা আমাদের ঈশ্বর এবং আমাদের নেতা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলাম। কোনও রকম আগাম অনুমতি ছাড়াই আমরা শরদ পাওয়ারের আশীর্বাদ নিতে এসেছি। আমরা ওনাকে অনুরোধ করেছি, উনিই সিদ্ধান্ত নিন কীভাবে এনসিপি একজোট হয়ে থাকতে পারে।” সেই বৈঠকে বিরোধী গোষ্ঠীর নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিয়া সুলে, জয়ন্ত পাটিলের মতো এনসিপি নেতারা। তবে সেই বৈঠকেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের শরদ ও অজিতের বৈঠকে ভ্রু কুঞ্চিত হতে শুরু করেছে রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, গত ২ জুলাই এনসিপির ৪০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে শিণ্ডে সরকারে যোগ দেন অজিত পাওয়ার। ওই দিন বিকেলেই রাজভবনে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। জানান, তিনি এনসিপি ত্যাগ করেননি। বরং এনসিপির প্রতীকে এনডিএতে যোগ দিয়েছেন। জল্পনা শুরু হয়, এনসিপি ভাগ হতে চলেছে। এরপরই পদক্ষেপ নেন শরদ পাওয়ার। দল থেকে বহিষ্কার করা হয় অজিত সহ তার অনুগামী বিধায়কদের। এমন পরিস্থিতির মাঝে পরপর ২ দিন শরদের সঙ্গে সাক্ষাত করলেন অজিত। এরপর মহা-রাজনীতিতে নতুন কোনও সমীকরণ দেখা যায় কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রে নির্বাচন পরবর্তী সময়ে একইভাবে বিজেপির সঙ্গে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত। এরপর শরদের কৌশলী চালে সরকার গঠনের স্বপ্নভঙ্গ হয় বিজেপির। গঠিত হয় এনসিপি-কংগ্রেস ও শিবসেনার জোট সরকার। অজিতের এই সাক্ষাতকে ঘিরে এবারও সেই ঘটনার সঙ্গে যোগ খোঁজা শুরু হয়েছে।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version