Monday, August 25, 2025

প্রতিক্ষার অবসান, ইন্টার মায়ামিতে ২২ হাজার দর্শকদের সামনে হল মেসি বরণ

Date:

অবশেষে হল প্রতিক্ষার অবসান। ইন্টার মায়ামিতে আত্মপ্রকাশ হল লিওনেল মেসির। ভারতীয় সময় সোমবার ভোরে আর্জেন্তাইন সুপারস্টারকে সমর্থকদের সামনে আনলেন মায়ামি কর্তৃপক্ষ। হল মেসি বরণ। মেসিকে স্বাগত জানাতে ছিলেন ইন্টার মায়ামির সহ-সভাপতি ডেভিড বেকহ্যাম এবং ছিলেন অন্যকর্তারা।

মেসি দলে আসছেন, এই ঘোষণার পর থেকেই ইন্টার মায়ামির সমর্থকদের মধ্যে শুরু হয়েছিল। কবে প্রিয় ফুটবল নায়ককে গোলাপী জার্সিতে দেখা যাবে। অবশেষে ভারতীয় সময় সোমবার ভোরে যাবতীয় অপেক্ষার অবসান ঘটল। ভোর ৫.৩০ নাগাদ ইন্টার মায়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে ২২ হাজার দর্শকদের সামনে হাজির করানো হয় মেসিকে। গোটা গ্যালারি জুড়ে মেসি মেসি শব্দের মধ্যেই মঞ্চে প্রবেশ করলেন আর্জেন্তাইন সুপারস্টার। তাঁর হাতে দলের ১০ নম্বর জার্সি তুলে দেন ক্লাবের দুই কর্ণধার ডেভিড বেকহ্যাম, জোস মাস। পরে মঞ্চে নিয়ে আসা হয় তাঁর স্ত্রী এবং তিন সন্তানকে।

আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলার কথা রয়েছে মেসির। সেটাই ইন্টার মায়ামির হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন লিওনেল মেসি।

ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর মেসি বলেন, “আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মায়ামির মানুষদের, তাঁরা যেভাবে আমায় স্বাগত জানালেন তা অভূতপূর্ব। আমি এখানে আসতে পেরে অত্যন্ত খুশি। আমি ধন্যবাদ জানাবো জোস এবং বেকহ্যামকে এইভাবে স্বাগত জানানোর জন্য। খুব তাড়াতাড়ি দলের জন্য অনুশীলন শুরু করবো। ক্লাবের সাফল্যের ধারা বজায় রাখাই আমার লক্ষ্য।”

এই মুহুর্তে আমেরিকার লিগে ইন্টার মায়ামি অবস্থা অবশ্য একেবারেই ভাল নয়। এখনও পযর্ন্ত তারা ২২টি ম্যাচ খেলে জিতেছে মাত্র পাঁচটি, হেরেছে ১৪টি। মোট ১৮ পয়েন্ট নিয়ে সবার নীচে রয়েছে তারা। সেই পরিসংখ্যান অবশ‍্য অজানা নয় মেসির। এই অবস্থায় সমর্থকদের পাশে চাইছেন লিও। তিনি বলেন, “আশা করছি গোটা প্রতিযোগিতা জুড়ে এভাবেই আপনারা সমর্থন করে যাবেন। আমি বিশ্বাস করি দলের সবাই নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেবে। এই ক্লাবকে বেছে নেওয়ার জন্য আমি খুব খুশি। সামনের কয়েকটা মাস সবাই ফুটবল উপভোগ করুন।”

আরও পড়ুন:নিজের অ্যাকাডেমির শিক্ষার্থী উইম্বলডন চ‍্যাম্পিয়ন, আবেগে ভাসলে নাদাল

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version