Thursday, August 21, 2025

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরই বড় মন্তব‍্য রোনাল্ডোর, কী বললেন CR7

Date:

গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্থাইন সুপারস্টার লিওনেল মেসি। ২২ হাজার সমর্থকদের সামনে লিওকে আনেন মায়ামি কর্তৃপক্ষ। এই মুহূর্তে শিরোনামে মেসি। অন্যদিকে গত বছরেই সৌদি আরবের ক্লাব আল নাসেরে  সই করেছেন বিশ্ব ফুটবলের আরেক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই মহাতারকা এখন ইউরোপ ফুটবল ছেড়ে দুই প্রান্তে। আর এর মধ্যেই আমেরিকার মেজর লিগ সকার নিয়ে বড়সড় মন্তব্য করলেন সিআরসেভেন। পর্তুগিজ তারকার দাবি, মেজর লিগ সকারের থেকে সৌদি প্রো লিগ অনেক বড়।

সম্প্রতি পর্তুগালে প্রাক মরশুমে প্রস্তুতিতে সেল্টা ভিগোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে রোনাল্ডোরা। আর সেই ম‍্যাচের পর এমনই মন্তব্য করেন রোনাল্ডো। এই নিয়ে সিআরসেভেন বলেন, “সৌদি লিগ এমএলএসের থেকে অনেক ভালো। আমি সৌদি লিগের দরজা খুলে দিয়েছি, আর এখন সব ফুটবলাররা এখানে আসছে। একবছরের মধ্যে আরও অনেক ভালো ফুটবলার সৌদিতে আসবে। এক বছরের মধ্যে সৌদি লিগ তুর্কি লিগ ও ডাচ লিগকে টপকে যাবে।” মেসি আমেরিকার লিগে যোগ দেওয়ার পরেই কেন এমন মন্তব্য করলেন রোনাল্ডো? যদিও, বিভিন্ন সাক্ষাৎকারে মেসির প্রতি শ্রদ্ধাও ঝড়ে পড়েছে রোনাল্ডোর গলায়।

কেরিয়ারের শেষ পর্যায় এসে আর ইউরোপে ফিরতে চান না রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা। তিনি বলেন,” ইউরোপিয়ান লিগের মান অনেকটাই পড়ে গিয়েছে। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমি ইউরোপে ফিরব না। আমার ৩৮ বছর বয়স হয়েছে, আর ইউরোপীয় ফুটবলের মান অনেকটা নেমে গিয়েছে।” তবে প্রিমিয়ার লিগের মান এখনও অনেকটাই ভালো। এমনটাই মত রোনাল্ডোর। তিনি বলেন, “এখন একমাত্র প্রিমিয়ার লিগই ভালো জায়গায় রয়েছে, ওরা বাকি লিগগুলির থেকে অনেকাংশে এগিয়ে।”

সোমবার সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলতে নেমে ০-৫ গোলে হেরে যায় রোনাল্ডোর আল নাসের।

আরও পড়ুন:‘এটাতো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে’, ধোনির গাড়ির সংগ্রহ দেখে বললেন প্রসাদ

Related articles

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...
Exit mobile version