Thursday, August 21, 2025

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরই বড় মন্তব‍্য রোনাল্ডোর, কী বললেন CR7

Date:

গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্থাইন সুপারস্টার লিওনেল মেসি। ২২ হাজার সমর্থকদের সামনে লিওকে আনেন মায়ামি কর্তৃপক্ষ। এই মুহূর্তে শিরোনামে মেসি। অন্যদিকে গত বছরেই সৌদি আরবের ক্লাব আল নাসেরে  সই করেছেন বিশ্ব ফুটবলের আরেক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই মহাতারকা এখন ইউরোপ ফুটবল ছেড়ে দুই প্রান্তে। আর এর মধ্যেই আমেরিকার মেজর লিগ সকার নিয়ে বড়সড় মন্তব্য করলেন সিআরসেভেন। পর্তুগিজ তারকার দাবি, মেজর লিগ সকারের থেকে সৌদি প্রো লিগ অনেক বড়।

সম্প্রতি পর্তুগালে প্রাক মরশুমে প্রস্তুতিতে সেল্টা ভিগোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে রোনাল্ডোরা। আর সেই ম‍্যাচের পর এমনই মন্তব্য করেন রোনাল্ডো। এই নিয়ে সিআরসেভেন বলেন, “সৌদি লিগ এমএলএসের থেকে অনেক ভালো। আমি সৌদি লিগের দরজা খুলে দিয়েছি, আর এখন সব ফুটবলাররা এখানে আসছে। একবছরের মধ্যে আরও অনেক ভালো ফুটবলার সৌদিতে আসবে। এক বছরের মধ্যে সৌদি লিগ তুর্কি লিগ ও ডাচ লিগকে টপকে যাবে।” মেসি আমেরিকার লিগে যোগ দেওয়ার পরেই কেন এমন মন্তব্য করলেন রোনাল্ডো? যদিও, বিভিন্ন সাক্ষাৎকারে মেসির প্রতি শ্রদ্ধাও ঝড়ে পড়েছে রোনাল্ডোর গলায়।

কেরিয়ারের শেষ পর্যায় এসে আর ইউরোপে ফিরতে চান না রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা। তিনি বলেন,” ইউরোপিয়ান লিগের মান অনেকটাই পড়ে গিয়েছে। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমি ইউরোপে ফিরব না। আমার ৩৮ বছর বয়স হয়েছে, আর ইউরোপীয় ফুটবলের মান অনেকটা নেমে গিয়েছে।” তবে প্রিমিয়ার লিগের মান এখনও অনেকটাই ভালো। এমনটাই মত রোনাল্ডোর। তিনি বলেন, “এখন একমাত্র প্রিমিয়ার লিগই ভালো জায়গায় রয়েছে, ওরা বাকি লিগগুলির থেকে অনেকাংশে এগিয়ে।”

সোমবার সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলতে নেমে ০-৫ গোলে হেরে যায় রোনাল্ডোর আল নাসের।

আরও পড়ুন:‘এটাতো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে’, ধোনির গাড়ির সংগ্রহ দেখে বললেন প্রসাদ

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version