INDIA: মমতার দেওয়া নামেই সিলমোহর

বিজেপি বিরোধী একজোট ২৬টি দলে শক্তিশালী জোটের জন্য একটি শক্তিশালী নাম অত্যন্ত জরুরি ছিল। যা মানুষের কাছে গিয়ে মোদি বিরোধী বার্তা দেবে। মঙ্গলবার, বৈঠকেই সেই নাম ঘোষণা করা হল- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- INDIA। আর INDIA নামের রূপকার স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর প্রস্তাবিত নামেই সিলমোহর দিল বেঙ্গালুরুর বিরোধী বৈঠক।

সোমবার, ঘরোয়া বৈঠকের পরেই জানানো হয়েছিল, এই জোটের একটি নাম চূড়ান্ত করা হবে। এদিন সেই নাম দেশের সামনে ঘোষণা করা হল। INDIA নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, প্রথমে ‘ডেভেলপমেন্টাল’-এর জায়গায় ‘ডেমোক্রেটিক’ দেওয়ার প্রস্তাব হয়েছিল। কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন NDA জোটেও ‘ডেমোক্র্যাটিক’ শব্দটি রয়েছে। সেই কারণে ডেমোক্রেটিক-এর বদলে ডেভেলপমেন্টাল শব্দটিকেই বাছা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স নামেই শিলমোহর দিয়েছে জোট। INDIA নামকে অস্ত্র করেই এ দিন বৈঠক শেষে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা। তিনি বলেন, এনডিএ কি পারবে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিতে? INDIA জিতবে, দেশ জিতবে।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! আগামী ৪৮ ঘণ্টায় ফের দু.র্যোগ?

 

 

Previous articleবঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! আগামী ৪৮ ঘণ্টায় ফের দু.র্যোগ?
Next articleবলি বাদশাকে ‘না’, শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা!