Monday, August 25, 2025

রাহুল নয় সোনিয়ার নেতৃত্বেই আস্থা বিরোধী দলগুলির, জোটের নাম থাকছে না UPA

Date:

লোকসভা নির্বাচনের আগে একছাতার তলায় আসতে বেঙ্গালুরুতে ২৬টি অবিজেপি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মেগা বৈঠক হতে চলেছে। মূলত, নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে রোড ম্যাপ ও রণকৌশল তৈরি করতেই এই বৈঠক। আজ, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের দ্বিতীয় তথা শেষদিন। বৈঠকের পর সন্ধ্যায় দেশের উদ্দেশে ভাষণ দেবেন সব বিরোধী দলের নেতারা। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী স্বয়ং বেঙ্গালুরুতে বিরোধীদের এই বৈঠকে অংশ নিয়েছেন।

এই প্রথমবার সোনিয়া গান্ধী এমন কোনও বৈঠকে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। যা সরাসরি বিরোধী ঐক্যকে উপকৃত করতে পারে, কারণ শরদ পাওয়ার এবং মমতা মতো বিরোধীদের হেভিওয়েট নেতা-নেত্রীরা রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তবে বর্ষীয়ান সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধী ঐক্য গড়তে তাঁদের কোনও আপত্তি নেই বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী নতুন জোটের চেয়ারপার্সন (সভানেত্রী) হতে পারেন। অনেক দলের নেতারা সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেছেন বলে জানা গিয়েছে। বৈঠক শেষে জোটের দলগুলোর বড় সমাবেশ হবে। আরও একটি বিষয় জানা গিয়েছে, বিজেপির নেতৃত্বে NDA-এর বিরুদ্ধে বিরোধী জোটের নাম আর সম্ভবত UPA থাকছে না। এই নাম পরিবর্তন হয়ে নতুন কিছু হতে পারে।

দশ বছর কেন্দ্রে শাসন করেছিল UPA। মোদি জমানা শুরুর পর সেই জোট বিস্মৃতপ্রায়। এবার তাই নতুন সমীকরণ, নতুন নামে শুরু হচ্ছে জোটের যাত্রা। আজই নতুন নামে সিলমোহর পড়তে চলেছে। অধিকাংশ দলেরই পছন্দ, ‘পেট্রিয়টিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (PDA)।

আরও পড়ুন:মঙ্গলবার দুপুরে ফের চন্দ্রযান-৩-এর কক্ষপথের উচ্চতা বাড়ানো হবে, জানাল ইসরো

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version