Monday, November 10, 2025

রাহুল নয় সোনিয়ার নেতৃত্বেই আস্থা বিরোধী দলগুলির, জোটের নাম থাকছে না UPA

Date:

লোকসভা নির্বাচনের আগে একছাতার তলায় আসতে বেঙ্গালুরুতে ২৬টি অবিজেপি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মেগা বৈঠক হতে চলেছে। মূলত, নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে রোড ম্যাপ ও রণকৌশল তৈরি করতেই এই বৈঠক। আজ, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের দ্বিতীয় তথা শেষদিন। বৈঠকের পর সন্ধ্যায় দেশের উদ্দেশে ভাষণ দেবেন সব বিরোধী দলের নেতারা। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী স্বয়ং বেঙ্গালুরুতে বিরোধীদের এই বৈঠকে অংশ নিয়েছেন।

এই প্রথমবার সোনিয়া গান্ধী এমন কোনও বৈঠকে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। যা সরাসরি বিরোধী ঐক্যকে উপকৃত করতে পারে, কারণ শরদ পাওয়ার এবং মমতা মতো বিরোধীদের হেভিওয়েট নেতা-নেত্রীরা রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তবে বর্ষীয়ান সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধী ঐক্য গড়তে তাঁদের কোনও আপত্তি নেই বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী নতুন জোটের চেয়ারপার্সন (সভানেত্রী) হতে পারেন। অনেক দলের নেতারা সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেছেন বলে জানা গিয়েছে। বৈঠক শেষে জোটের দলগুলোর বড় সমাবেশ হবে। আরও একটি বিষয় জানা গিয়েছে, বিজেপির নেতৃত্বে NDA-এর বিরুদ্ধে বিরোধী জোটের নাম আর সম্ভবত UPA থাকছে না। এই নাম পরিবর্তন হয়ে নতুন কিছু হতে পারে।

দশ বছর কেন্দ্রে শাসন করেছিল UPA। মোদি জমানা শুরুর পর সেই জোট বিস্মৃতপ্রায়। এবার তাই নতুন সমীকরণ, নতুন নামে শুরু হচ্ছে জোটের যাত্রা। আজই নতুন নামে সিলমোহর পড়তে চলেছে। অধিকাংশ দলেরই পছন্দ, ‘পেট্রিয়টিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (PDA)।

আরও পড়ুন:মঙ্গলবার দুপুরে ফের চন্দ্রযান-৩-এর কক্ষপথের উচ্চতা বাড়ানো হবে, জানাল ইসরো

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version