Monday, August 25, 2025

মালদহে দুটি সিল করা ব্যালট বক্স ঘিরে ধোঁয়াশা, আসল না নকল খতিয়ে দেখছে কমিশন

Date:

এ বারের পঞ্চায়েত ভোটে প্রায় সাতশো বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রের খবর, সেগুলির যে ফলাফল সামনে এসেছে, তাতে জয়জয়কার শাসক দল তৃণমূলেরই।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মালদহে দেখা মিলল সিল করা দুটি ব্যালট বক্সের। বিরোধীদের অভিযোগ , এই ব্যালট বক্স দুটি গোনাই হয়নি। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ, ব্যালট বক্স বিডিওর অধীনে থাকার কথা। তাই এর দায় তিনি এড়াতে পারেন না। কিন্তু প্রশ্ন উঠেছে, আদৌ এই ব্যালট বক্সগুলি আসল নাকি নকল।
যদিও ইতিমধ্যেই নির্বাচন কমিশন ব্যালট বক্স দুটিকে বাজেয়াপ্ত করেছেন এবং খতিয়ে দেখা হচ্ছে আদৌ পঞ্চায়েত ভোটের সঙ্গে এই ব্যালট বক্সের কোনও যোগসূত্র আছে কিনা। নাকি শুধুমাত্র পরিস্থিতি জটিল করার জন্যই কেউ ইচ্ছাকৃতভাবে নকল ব্যালট বক্স রেখে গিয়েছিলেন।

বিরোধীদের বক্তব্য, গণনা নিয়ে জালিয়াতি হয়েছে এটা তার প্রমাণ। যদিও তৃণমূল সূত্রের বক্তব্য, মানুষের রায় তাদের পক্ষেই যে রয়েছে।

প্রসঙ্গত , গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের পরের দিনই ৯ জুলাই যাচাই-প্রক্রিয়ায় ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। ওই দিন রাতে সংশ্লিষ্ট জেলাগুলিকে সেই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে ১০ জুলাই পুনর্নির্বাচন হয় সেই বুথগুলিতে।

 

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version