গুজরাটে বিজেপির আমূল পরিবর্তন!গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দেশের অন্যতম বৃহৎ সমবায় সংস্থা আমূল ডেয়ারির ডিরেক্টর জুবানসিন চৌহান। বুধবারের এই ঘটনায় বড় ধাক্কা খেল মোদি-শাহের রাজ্য। কংগ্রেসে যোগ দেওয়ার আগে আমূলের ডিরেক্টর জানান, ‘‘কংগ্রেস সরকারের আমলে আমূল ‘গুজরাতের গর্ব’ হয়ে উঠেছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আমূল-সহ বিভিন্ন সমবায় সংস্থাকে উপেক্ষা করেছে।’’
আরও পড়ুন:প্রেমঘটিত বিবাদের জের!অন্ধ্রপ্রদেশে দলিত যুবকের গায়ে প্রস্রা.ব
শনিবার গুজরাত প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শক্তিসিন গোহিলের উপস্থিতিতে দলের রাজ্য দফতর রাজীব গান্ধী ভবনে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন জুবানসিন। তিনি দীর্ঘ দিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তার পরে ফেব্রুয়ারিতে আমূলের ডিরেক্টর পদে পুনর্নির্বাচিত হন।আমূলের পাশাপাশি, গুজরাটের ‘খরিয়া জেলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি’র প্রধানের পদেও রয়েছেন জুবানসিন।