Monday, November 17, 2025

সংসদে শাসককে চাপে ফেলতে সমমনস্ক দলগুলিকে বৈঠকে ডাকলেন খাড়গে

Date:

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন(monsoon session)। তার আগেই বিজেপিকে(BJP) পর্যদুস্ত করতে এক ছাতার তলায় এসেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে আসন্ন সংসদ অধিবেশনে কেন্দ্রের উপর চাপ বাড়াতে বৈঠকের ডাক দিলেন কংগ্রেস(Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। আগামীকাল অধিবেশন শুরুর আগে সকাল দশটায় সময়মনস্ক সকল রাজনৈতিক দলকে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার কংগ্রেসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “বৃহস্পতিবার ২০ জুলাই সকাল দশটায় সমমনস্ক সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বৈঠকের জন্য। আসন্ন সংসদ অধিবেশনে যে সমস্ত বিষয়গুলি উত্থাপিত হতে চলেছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার জন্য।” ২৪এর রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই একজোট হয়েছে বিরোধী শিবির। ধীরে ধীরে কংগ্রেসের ঢাকা এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছে সদ্য গঠিত INDIA-এর অংশীদারি বিরোধী রাজনৈতিক দলগুলি।

তবে বিরোধীদের পাশাপাশি, সংসদ অধিবেশন উপলক্ষে বুধবার কেন্দ্র তরফেও সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দলের রণকৌশল ঠিক করতে বুধবার সর্বদলীয় বৈঠকের পাশাপাশি, আলাদা করে বৈঠকে বসছেন বিজেপি নেতারাও। এনডিএ-র শরিক নেতারাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে বিজেপির একটি সূত্রের খবর। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, এই বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি সংসদে পেশ করতে পারে সরকার। আবার দিল্লির অর্ডিন্যান্স নিয়েও আরও এক কদম এগোতে পারে কেন্দ্রের বিজেপি সরকার। এই সমস্ত ইস্যু নিয়েই সরকারকে কিভাবে পাল্টা চাপে ফেলা যায় তার রণকৌশল ঠিক করতে বৈঠক ডাকলেন খাড়গে।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version