Saturday, May 3, 2025

নাম ঘোষণার পরের দিনই বিজেপি বিরোধী জোটের ট্যাগ লাইনও তৈরি। জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স – I.N.D.I.A.। আর ট্যাগ লাইন ‘জিতেগা ভারত’।

মঙ্গলবার, বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী ২৬টি দলের বৈঠকেই জোটের নাম ঘোষণা হয়- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- I.N.D.I.A। এই নামের রূপকার স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর প্রস্তাবিত নামেই সিলমোহর দেয় বেঙ্গালুরুর বিরোধী বৈঠক। নাম ঠিক হয়ে যাওয়ার পরের দিন তৈরি করে ফেলা হল ট্যাগ লাইন। মঙ্গলবাড়ী বৈঠক শেষে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, এবার একটি ট্যাগ লাইনও ঠিক করা হবে। সেইমতো ট্যাগলাইন দেওয়া হল ‘জিতেগা ভারত’।

২৩ জুনের পটনা বৈঠকের পরে গত মঙ্গলবারই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ সোমবার, ঘরোয়া বৈঠকের পরেই জানানো হয়েছিল, এই জোটের একটি নাম চূড়ান্ত করা হবে। সেই নাম দেশের সামনে ঘোষণা করা হয় INDIA। নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। প্রথমে ‘ডেভেলপমেন্টাল’-এর জায়গায় ‘ডেমোক্রেটিক’ দেওয়ার প্রস্তাব হয়েছিল। কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন NDA জোটেও ‘ডেমোক্র্যাটিক’ শব্দটি রয়েছে। সেই কারণে ডেমোক্রেটিক-এর বদলে ডেভেলপমেন্টাল শব্দটিকেই বাছা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স নামেই শিলমোহর দিয়েছে জোট। INDIA নামকে অস্ত্র করেই এ দিন বৈঠক শেষে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা। তিনি বলেন, এনডিএ কি পারবে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিতে? INDIA জিতবে, দেশ জিতবে। এরপরে ট্যাগ লাইনেও সেই দেশ জেতার বার্তা।

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version