Monday, May 19, 2025

বড় স্বস্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন তিস্তা শীতলবাদ

Date:

গুজরাট(Gujarat) দাঙ্গা পরবর্তী সময় মোদির বিরুদ্ধে প্রমাণ জালিয়াতি মামলায় অবশেষে সুপ্রিম স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শীতলবাদ(Tista Shitalbad)। কোনরকম শর্ত ছাড়াই তার জামিন মঞ্জুর করা হলো শীর্ষ আদালতের(Supreme Court) তরফে। ফলে তিস্তার জেলের বাইরে থাকতে আর কোনও বাধা রইল না।

এই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, তিস্তার মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করাও শেষ। তাহলে তাঁকে আটকে রাখার মানে থাকে না। ২২ সেপ্টেম্বর থেকেই তিস্তা জামিনে আছেন বলে ধরে নিতে হবে। তবে একই সঙ্গে তিস্তাকেও সতর্ক করছে শীর্ষ আদালত। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওরকম প্রমাণ নষ্ট করার চেষ্টা করলে তাঁর জামিন বাতিল করা হবে।

উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ক্লিনচিট দেওয়ার পর তিস্তা শীতলবাদের বিরুদ্ধে ‘প্রমাণ জালিয়াতির’ অভিযোগে মামলা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করার লক্ষ্যে এই কাজ করেছিলেন। গুজরাট পুলিশ এফআইআর নথিভুক্ত করার পরে ২০২২-এর ২৫ জুন সমাজকর্মী তিস্তা শীতলবাদকে গ্রেফতার করা হয়।

২০২২ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলে তাঁকে গুজরাটের সবরমতী জেল থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু গত ৫ জুলাই গুজরাট হাই কোর্ট (Gujarat High Court) শীতলবাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তিস্তাকে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু ওইদিন সন্ধ্যাতেই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মীর আইনজীবী। এরপরই তাঁকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেয় বৃহত্তর বেঞ্চ। পরে তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ১৯ জুলাই করা হয়। এবার তিস্তাকে ‘রেগুলার বেল’ দিল শীর্ষ আদালত।

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...
Exit mobile version