Sunday, May 4, 2025

সুমন করাতি, হুগলি

১৩ বছরের সৃজনী চট্টোপাধ্যায় (Srijani Chatterjee) মা বাবাকে হারিয়েছেন। বাবার মৃত্যুর পর মা ছেড়ে চলে গেছেন। তাই হঠাৎ করে অনাথ হয়ে যাওয়া নাবালিকাকে নিজেদের বাড়ির কাজের লোক হিসেবে ব্যবহার করতেন কাকা-কাকিমা। পাশাপাশি চলত পাশবিক ও অমানবিক অত্যাচার। এবার তা প্রকাশ্যে আসতেই শিউরে উঠছেন সবাই। নাবালিকার পিঠে এবং দেহের বাকি অঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা আর ফোস্কার দগদগে ঘা। যন্ত্রণায় ছটফট করেছে মেয়েটি কিন্তু মুখে কিছু বলেন নি। কারণ তাহলে অত্যাচারের মাত্রা দ্বিগুণ হয়ে যেত। কিন্তু এই পৃথিবীতে যে এখনও মানবিকতা বেঁচে আছে তাঁর প্রমাণও মিলেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি হুগলির গোঘাট থানার (Goghat Police station, hooghly) ওসি শৈলেন্দ্র নাথ উপাধ্যায় (Shailendranath Upadhyay)নিজেই উদ্যোগ নিয়ে এই নাবালিকাকে উদ্ধার করেছেন। পাশাপাশি অমানবিক কাকিমাকে গ্রেফতার করা হয়েছে।

নাবালিকার পড়াশোনা করার অদম্য ইচ্ছা, গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয় সপ্তম শ্রেণীতে পড়াশোনা করেন সৃজনী। দাদু ও ঠাকুমার কাছেই থাকতেন তিনি। কিন্তু দাদুও বেশ কয়েক বছর আগেই মারা যায়। মেয়েটির উপর নিত্য অত্যাচার চলত বলে জানা যাচ্ছে। সারাদিন হাড়ভাঙা খাটুনি কিন্তু খাবার চাওয়ার উপায় নেই। পান থেকে একটু চুন খসলেই বেড়ে যেত অত্যাচারের মাত্রা। ব্যথা যন্ত্রণায় ছটফট করতে থাকা মেয়েটার অস্থিরতা নজর এড়ায়নি স্কুলের শিক্ষিকাদের। এরপর সবটা জানতে পারেন তাঁরা। পিঠে ব্যাগ নিতে পারতো না মেয়েটা ফোস্কা ফেটে যাওয়ার যন্ত্রণায়। এরপর স্কুলের প্রধান শিক্ষিকা থানায় যোগাযোগ করেন। গোঘাট থানার ওসি নিজে ছুটে যান এবং মেয়েটিকে উদ্ধার করেন। অমানবিক সেই কাকিমা সারদামনি চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পাশাপাশি তিনি নাবালিকার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেন। গোটা ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে এলাকা জুড়ে।

 

 

Related articles

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...
Exit mobile version