Tuesday, November 4, 2025

হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhanedu Adhikari)। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে না। বৃহস্পতিবার, আইনজীবী সুমন সিংহর (Suman Singha) আবেদনের শুনানিতে এই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা নির্দেশ দেন, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুলিশ। অভিযোগ সত্য, গ্রহণযোগ্য মনে হলে এফআইআর দায়ের হবে। তবে, গ্রেফতার বা কড়া পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।

বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসা ছড়ানো ও মদত দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল উচ্চ আদালতে। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন জানিয়ে সুমন সিংহ হাই কোর্টের দ্বারস্থ হন। ডিভিশন বেঞ্চ শুনানিতে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেয়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, “আজ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে FIR করতে আদালত নিষেধাজ্ঞা জারি করে, তাহলে সেই নির্দেশকে দেখিয়ে ১০ বছর পরে কোনও অপরাধের অভিযোগ উঠলে তখনও FIR করতে পারবে না পুলিশ? ওই ব্যক্তি নির্দোষ বলে দাবি করতে পারেন কি?” সেই মামলায় এই দিন বিচারপতি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানাল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version