Thursday, August 21, 2025

পাকিস্তানকে (Pakistan ) হারিয়ে যুব এশিয়া কাপের (Emerging Asia Cup) শীর্ষস্থানে ভারতীয় ক্রিকেট (Team India) দল। সেমিফাইনালে যাওয়া আগে থেকেই নিশ্চিত ছিল, কিন্তু পড়শি ক্রিকেটারদের বিরুদ্ধে সহজ জয় এমাজিং এশিয়া কাপে ভারতকে এক নম্বরে পাঠিয়ে দিল।ছক্কা মেরে ম্যাচ জেতালেন ভারতের তরুণ তুর্কি সাই সুদর্শন (Sai Sudarshan)।পাকিস্তান এ-কে আট উইকেটে হারিয়ে দিল ভারত এ।

এমার্জিং এশিয়া কাপে আজ ভারত- পাক (Ind vs Pak) ক্রিকেট যুদ্ধের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ভারতীয় বোলারদের সামনে সেভাবে জুটি গড়ে উঠছিল না। হাঙ্গারগেকর শুরু থেকেই উইকেট নিতে শুরু করলে ক্রমাগত নড়বড়ে হয়ে যায় পাকিস্তানের টপ ব্যাটিং অর্ডার। ৯৫ রানে ৬ উইকেট হারানোর পর পাকিস্তানের মুবাসির খান এবং কাসিম আক্রম কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৪৮ রান করে কিছুটা মুখ রক্ষা করার চেষ্টা করেন কাসিম আক্রম।পাকিস্তানের ইনিংস শেষ হয় ২০৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন সুদর্শনরা। IPL টুর্নামেন্টে গুজরাত টাইটান্স দলে নিজেকে প্রমাণ করার পর যুব এশিয়া কাপে ও চলল সুদর্শনের ধামাকা। দশটি চার এবং তিনটি ছয় মেরে ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ওপেনার অভিষেক শর্মা অবশ্য লম্বা ইনিংস খেলতে পারেননি, মাত্র ২০ রান করে আউট। সুদর্শনের সঙ্গে ম্যাচ শেষ করেন অধিনায়ক যশ ঢুল। ১৯ বলে ২১ রান করেন তিনি।তিন নম্বরে নেমে নিকিন জোশ ৫৩ রান করেন।

এই ম্যাচ জিতে শীর্ষস্থানে থেকেই সেমিফাইনালে গেল ভারত। আগামী ২১ জুলাই ভারত এ খেলবে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে। অন্যদিকে ওইদিনই পাকিস্তান এ খেলবে শ্রীলঙ্কা এ-র বিরুদ্ধে। ফাইনালে আরও একবার চির প্রতিদ্বন্দী যুযুধান দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

 

 

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version