Sunday, May 4, 2025

আমার হৃদয় পু.ড়ে যাচ্ছে: ২১ জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে গিয়ে মণিপুর নিয়ে মন্তব্য মমতার

Date:

রাত পোহালেই তৃণমূলের মেগা সমাবেশ। বৃহস্পতিবার, বিকেলে ধর্মতলার আগে সভাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে গিয়েই মণিপুর (Manipur) নারকীয় ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন তৃণমূল সভানেত্রী।

এদিন বিকেলে একুশের জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে যান মমতা। রাস্তার ধারে মূল মঞ্চের নীচে চেয়ারে দলীয় নেতাদের সঙ্গে বসেন তৃণমূল সুপ্রিমো। ছিলেন সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, উদয়ন গুহ-সহ দলের প্রথম সারির অনেক নেতা-নেত্রী উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সায়নী ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় মমতাকে।
তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরে আদিবাসী মহিলাদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদ করে মমতা বলেন, “এ কোন দেশ! যে দেশে মা-বোনের সম্মান নিয়ে খেলা হয়! আমার হৃদয় পুড়ে যাচ্ছে, হৃদয় কাঁদছে।“

এরপরেই বিজেপিকে নিশানা করেন তৃণমূল সভাপতি, “মহিলাদের সঙ্গে যা হচ্ছে, তা নিয়ে আপনারা কী বলবেন? এটা একটা লজ্জার বিষয়। মহিলা, দলিত, সংখ্যালঘু, তফসিলি জাতির মানুষদের উপর যে নৃশংসতা চলছে, তা বিরুদ্ধে ইন্ডিয়া লড়ছে।“

মণিপুর যাবেন মমতা? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমাদের কথাবার্তা চলছে। যদি বাকি রাজনৈতিক দলগুলি রাজি হয়, তাহলে কয়েকজন মুখ্যমন্ত্রী মণিপুরে যেতে চাই। আমরা মণিপুরের সঙ্গে আছি। বাংলা তো আছেই, INDIA পাশে আছে।“

 

 

 

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version