রাত পোহালেই তৃণমূলের মেগা সমাবেশ। বৃহস্পতিবার, বিকেলে ধর্মতলার আগে সভাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে গিয়েই মণিপুর (Manipur) নারকীয় ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন তৃণমূল সভানেত্রী।
এদিন বিকেলে একুশের জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে যান মমতা। রাস্তার ধারে মূল মঞ্চের নীচে চেয়ারে দলীয় নেতাদের সঙ্গে বসেন তৃণমূল সুপ্রিমো। ছিলেন সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, উদয়ন গুহ-সহ দলের প্রথম সারির অনেক নেতা-নেত্রী উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সায়নী ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় মমতাকে।
তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরে আদিবাসী মহিলাদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদ করে মমতা বলেন, “এ কোন দেশ! যে দেশে মা-বোনের সম্মান নিয়ে খেলা হয়! আমার হৃদয় পুড়ে যাচ্ছে, হৃদয় কাঁদছে।“
এরপরেই বিজেপিকে নিশানা করেন তৃণমূল সভাপতি, “মহিলাদের সঙ্গে যা হচ্ছে, তা নিয়ে আপনারা কী বলবেন? এটা একটা লজ্জার বিষয়। মহিলা, দলিত, সংখ্যালঘু, তফসিলি জাতির মানুষদের উপর যে নৃশংসতা চলছে, তা বিরুদ্ধে ইন্ডিয়া লড়ছে।“
মণিপুর যাবেন মমতা? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমাদের কথাবার্তা চলছে। যদি বাকি রাজনৈতিক দলগুলি রাজি হয়, তাহলে কয়েকজন মুখ্যমন্ত্রী মণিপুরে যেতে চাই। আমরা মণিপুরের সঙ্গে আছি। বাংলা তো আছেই, INDIA পাশে আছে।“