Thursday, November 6, 2025

ফিফা বিশ্বকাপ শুরু আগেই অকল্যান্ডে ব.ন্দুকবাজের হা.মলা! বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

নিউজিল্যান্ডে (Newzeland) শুরু হতে চলেছে মহিলাদের ফিফা ওয়ার্ল্ড কাপ (FIFA World Cup)। আর সেই বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগেই রক্তাক্ত হল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের অকল্যান্ড (Auckland) শহরের কেন্দ্রস্থলে হামলা চালাল এক বন্দুকধারী। আর বন্দুকবাজের ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। যার মধ্যে পুলিশ আধিকারিকও রয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় নিউজিল্যান্ডে আতঙ্ক ছড়িয়েছে। যদিও এই হামলার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ নেই বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স (Chris Hipkins)। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

অকল্যান্ডে ইডেন পার্কে মহিলাদের ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা হবে নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যে। তবে বন্দুকবাজের হামলা হওয়ার পর এই সূচির কোনও পরিবর্তন হবে না। এই হামলার সঙ্গে জঙ্গিযোগ নেই- জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন মাঠ -সহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন বলে জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ অকল্যান্ডের একটি নির্মীয়মাণ বাড়ির মধ্যে এলোপাথাড়ি গুলি চালায় এক দুষ্কৃতী। ২৪ বছর বয়সি হামলাকারীর নাম মানু তাঙ্গি মতুয়া রিড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুলিশকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে বন্দুকবাজের মোকাবিলা করেছেন। এই কারণে পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version