Wednesday, December 24, 2025

মণিপুর ইস্যুতে বিরোধী বিক্ষোভ, মুলতুবি সংসদের দুই কক্ষ

Date:

Share post:

জাতি হিংসায় ভয়াবহ অবস্থা চলছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে(Manipur)। সেই ঘটনার আঁচ পড়ল প্রথম দিনের সংসদ অধিবেশনে(Parliament session)। বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষ। পরিস্থিতি যা তাতে মণিপুর নিয়ে বিরোধীদের সম্মিলিত বিক্ষোভের জেরে আগামী দিনগুলিতেও উত্তাল হতে পারে সংসদ(Parliament)।

প্রথা অনুযায়ী বৃহস্পতিবার সকালে অধিবেশনের শুরুতে সংসদের দুই কক্ষেই শোকপ্রস্তাব পাঠের পর সভা কিছু সময়ের জন্য মুলতুবি করে দেওয়া হয়। দুপুর ২টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করা হয়। রাজ্যসভা মুলতুবি করা হয় দুপুর ১২টা পর্যন্ত। ২৬৭ নম্বর ধারা নিয়ে বিতর্কের পর দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ রাজ্যসভার কাজ দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। দুপুর ২টোয় সংসদের অধিবেশন শুরু হতেই বিরোধী সাংসদেরা ‘মণিপুর মণিপুর’, ‘মণিপুর জ্বলছে’ বলে চিৎকার করতে থাকেন। তাঁরা এই বিষয়ে সরকারের বক্তব্য জানতে চান। বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে ২টোর কিছু সময় পরে সারা দিনের জন্য মুলতুবি করে দেওয়া হয় সংসদ।

এপ্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “সরকার স্পষ্ট করে দিয়েছে যে, তারা মণিপুর নিয়ে সংসদের দুই কক্ষেই আলোচনা করতে চায়।” তিনি এ-ও জানান যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট সংসদে পেশ করবেন। তবে কোন সময় এই রিপোর্ট পেশ করা হবে, তা লোকসভার স্পিকার ওম বিড়লা স্থির করবেন বলে জানান মন্ত্রী। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা কিংবা বিতর্কের জন্য চেয়ারম্যানকে নোটিশ দিতে পারেন কোনও সাংসদ। চেয়ারম্যান সেই নোটিশ গ্রহণ করলে উচ্চকক্ষের পূর্বনির্ধারিত সমস্ত কাজ সে দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়। তার পরিবর্তে ওই নির্দিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, গত শীতকালীন অধিবেশন থেকে এই সংক্রান্ত একটি নোটিশও গ্রহণ করেননি রাজ্যসভার চেয়ারম্যান। ডেরেক জানান যে, বৃহস্পতিবারও ছ’টি নোটিশ খারিজ করে দিয়েছেন ধনকড়।

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...