Tuesday, November 4, 2025

ফের শহর কলকাতায় (Kolkata) ভরসন্ধেয় চলল একের পর এক গুলি। বাগুইআটির (Baguiati) নারায়ণপুর ফায়ার স্টেশনের সামনে গুলিতে ঝাঁঝরা এক যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম দেবজ্যোতি ঘোষ। সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছিল সে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। নারায়ণপুর থানা এলাকার নারায়ণপুর স্পোর্টিং ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরপর ৭ থেকে ৮টা গুলি চালানো হয় বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, দেবজ্যোতি ঘোষের সঙ্গেই গাড়িতে ছিলেন শুভ নামে এক যুবক। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেয় একাধিক বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই সময় অন্য একটি গাড়িতে চেপে যাচ্ছিলেন দেবজ্যোতি। তাঁকে লক্ষ্য করেই লাগাতার গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, দেবজ্যোতি ঘোষ বর্তমানে প্যারলে মুক্ত। নিয়মিত তাঁকে নারায়ণপুর থানায় হাজিরা দিতে হত। তবে ব্যক্তিগত কোনও ঝামেলা নাকি এর পিছনে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে মৃতের পরিবার সূত্রে খবর, এদিন সন্ধেয় বাড়িতেই ছিল দেবজ্যোতি। পরে সে ওষুধ কিনতে বেরোয়। পরে শুনলাম ওর গুলি লেগেছে। আমাদের হাসপাতালের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বুঝতে পারছি না কিছুই। বাড়িতে স্ত্রী ও মাত্র চারদিনের বাচ্চা রয়েছে যুবকের। এদিকে স্থানীয় সূত্রে খবর, খুবই শান্ত এলাকা। আগে কখনও না হলেও সামনে সিআইএসএফ ক্যাম্প থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version