Friday, November 7, 2025

ফের শহর কলকাতায় (Kolkata) ভরসন্ধেয় চলল একের পর এক গুলি। বাগুইআটির (Baguiati) নারায়ণপুর ফায়ার স্টেশনের সামনে গুলিতে ঝাঁঝরা এক যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম দেবজ্যোতি ঘোষ। সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছিল সে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। নারায়ণপুর থানা এলাকার নারায়ণপুর স্পোর্টিং ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরপর ৭ থেকে ৮টা গুলি চালানো হয় বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, দেবজ্যোতি ঘোষের সঙ্গেই গাড়িতে ছিলেন শুভ নামে এক যুবক। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেয় একাধিক বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই সময় অন্য একটি গাড়িতে চেপে যাচ্ছিলেন দেবজ্যোতি। তাঁকে লক্ষ্য করেই লাগাতার গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, দেবজ্যোতি ঘোষ বর্তমানে প্যারলে মুক্ত। নিয়মিত তাঁকে নারায়ণপুর থানায় হাজিরা দিতে হত। তবে ব্যক্তিগত কোনও ঝামেলা নাকি এর পিছনে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে মৃতের পরিবার সূত্রে খবর, এদিন সন্ধেয় বাড়িতেই ছিল দেবজ্যোতি। পরে সে ওষুধ কিনতে বেরোয়। পরে শুনলাম ওর গুলি লেগেছে। আমাদের হাসপাতালের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বুঝতে পারছি না কিছুই। বাড়িতে স্ত্রী ও মাত্র চারদিনের বাচ্চা রয়েছে যুবকের। এদিকে স্থানীয় সূত্রে খবর, খুবই শান্ত এলাকা। আগে কখনও না হলেও সামনে সিআইএসএফ ক্যাম্প থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

 

 

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version