Monday, August 25, 2025

গতকালই প্রকাশিত হয়েছে এশিয়া কাপের সূচি। আগামি ৩০ আগস্ট থেকে শুরু হবে এই বছরের এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টের হাইভোল্টেজ ম‍্যাচ আগামী ২ সেপ্টেম্বর। ২ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আর দুই দেশ ফাইনালে উঠলে এশিয়া কাপেই তিন বার মুখোমুখি হতে পারে। আবার বিশ্বকাপেও দুই দলের মুখোমুখি লড়াই রয়েছে। আর এতেই উচ্ছ্বসিত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। এই বিষয়ে নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, যদি এশিয়া কাপে তিনবার খেলা সম্ভব হয় তাহলে অবশ্যই ভালো।

এই নিয়ে দ্রাবিড় বলেন,” এশিয়া কাপের সূচি দেখে যা বুঝলাম, তাতে সুপার ফোরের যোগ্যতা অর্জন করলে তবেই পাকিস্তানের বিরুদ্ধে তিনবার খেলা যাবে। তাই আমরা একটা ধাপ ধরে ধরে এগোতে চাই। আগে থেকেই বেশি ভাবনাচিন্তা করে নিজেদের চাপে ফেলতে চাই না। এক-একটা ম্যাচ ধরে এগোতে হবে।”

এরপরই দ্রাবিড় আরও বলেন,” প্রথম দুটি ম্যাচে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে হবে। এখন সেই ম্যাচের দিকে ফোকাস করা উচিত। ভাল ক্রিকেট খেলে সেই দুটো ম্যাচে জিততে হবে। তারপর দেখার যে, প্রতিযোগিতায় আমরা কোথায় থাকি। যদি পাকিস্তানের বিরুদ্ধে সত্যিই তিনবার খেলার সুযোগ আসে তা হলে খুব ভাল হয়। কিন্তু সেটা করতে গেলে আমাদের ফাইনালে উঠতে হবে। আশা করি পাকিস্তানও ফাইনাল খেলবে।”

এদিকে এশিয়া কাপ নিয়েও নিজের লক্ষ‍্য জানিয়ে দেন দ্রাবিড়। তিনি বলেন,” দারুণ কয়েকটা ম্যাচ হওয়ার অপেক্ষায় রয়েছি। ফাইনাল পর্যন্ত ভাল খেলতে চাই এবং ট্রফি জিততে চাই। তবে আগে প্রথম দুটো ধাপ আমাদের পেরোতে হবে।”

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে নামার আগে যশস্বীর প্রশংসায় রোহিত

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version