Tuesday, November 4, 2025

বেশ কয়েকদিন ধরে জ্বর, মাথাব্যাথা নিয়ে ভুগছিল দু’বছরের একটি শিশু।সেখান থেকেই শুরু। মাথাব্যাথা এতটাই চরমে পৌঁছয় যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বাঁচানো যায়নি বাচ্চাটিকে। চিকিৎসকরা জানান,ফ্লু নয়, বাচ্চাটির মৃত্যু হয়েছে অ্যামিবার সংক্রমণে। ১৯ জুলাই ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের নেভাদায়। কী এই অ্যামিবার সংক্রমণ? জানেন?

আরও পড়ুন:শহিদ দিবসে ‘জাগো বাংলায়’ বার্তা অভিষেকের, কী লিখলেন তিনি!

সিডিসি  অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-র মতে, নেগ্লিরিয়া ফওলরি এক ধরনের অ্যামিবা । যার সন্ধান মেলে পরিষ্কার গরম জলে। দাবি, কোনও নদী, হ্রদেও পাওয়া যায় এই ধরনের অ্যামিবা। আর এই সমস্ত জায়গা থেকেই নাক থেকে শরীরে বাসা বাঁধে সে। তারপরেই আক্রমণ চলে মস্তিষ্কে। যাকে চলতি কথায় বলা হয় ‘মস্তিষ্ক খেকো’!এ এক বিরলতম সংক্রমণ। কয়েক লক্ষের মধ্যে একজনের শরীরে হতে পারে এই ধরনের সংক্রমণ।


মার্কিন মুলুকে দুবছএর ওই সন্তানটির মাথা খেয়ে নিয়েছিল আমিবা। তাই তার মৃত্যু হয়। যদিও মৃত শিশু উডরো টার্নার বান্ডির মা ব্রিয়ানার একটি ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, ১৯ জুলাই রাত ২টো ৫৬ নাগাদ মারা গিয়েছে তাঁদের সন্তান। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ফ্লু জাতীয় সমস্যায় ভুগছিল উডরো। জ্বরের সঙ্গেই ছিল মাথায় যন্ত্রণাও। পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে হাসাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলার পর মারা যায় ওই শিশুটি।মৃত শিশুর পরিবারের দাবি. উডরোর শরীর খারাপের আসল কারণ জানার পরেই তার চিকিৎসায় আর সচেষ্ট হননি চিকিৎসকরা। এমনকী সিডিসির তরফেও তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version