Thursday, December 4, 2025

পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) তৃণমূলের(TMC) বিপুল সাফল্যের পর ২১ জুলাই শহিদ দিবসে বাড়তি উন্মাদনা শহরে। তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে তিল ধারণের জায়গা নেই ধর্মতলা চত্বরে। থিক থিক করছে কালো মাথার ভিড়। নদী, রেল এবং সড়ক পথে জেলা থেকে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এমন জনসমাগমের মাঝেই শুক্রবার সভা শুরুর আগে শহিদদের শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। পাশাপাশি টুইট করল তৃণমূল।

শহিদদের শ্রদ্ধা জানিয়ে এদিন সকাল ১০ টা নাগাদ টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, শহিদ দিবস এক হার না মানার দিন। অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরে নিজেদের জীবন উৎসর্গ করা ১৩ জন বীর শহিদকে আজ শ্রদ্ধা জানাচ্ছে বাংলা। আমি অনুপ্রাণিত, ন্যায়পরায়ণ সমাজ গড়ার জন্য আমি কাজ করে যাব।”

অভিষেকের পাশাপাশি তৃণমূলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, “৩০ বছর আগে গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে প্রাণ হারান ১৩ জন বীর শহিদ। তাদের অদম্য চেতনা, সাহস এবং সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আজ, শহিদ দিবসে, আমরা তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই!”

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে তৃণমূল। এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে ২৬টি দলের সমন্বয়ে সর্বভারতীয়স্তরে তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এই জোটকে জেতাতে বাংলা থেকে সর্বাধিক সাংসদকে জয়ী করানোই তৃণমূলের টার্গেট। সেই লক্ষ্যে এদিন দলনেত্রী কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে দলীয় কর্মীদের। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের রণকৌশল কী হবে সেই বার্তাও এদিন স্পষ্ট করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...

বাগদানের পর বিজয়ের সঙ্গে সম্পর্কে ফাটল রশ্মিকার! বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

বিনোদন জগতের তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যদি অফস্ক্রিনে ধরা দেয় তাহলে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় অনুরাগীদের...
Exit mobile version