Wednesday, January 14, 2026

সোনার ভারত গড়বেন মমতা, একুশের মঞ্চে দাবি শিউলি সাহার

Date:

Share post:

শহিদের রক্ত হবে নাকো ব্যর্থ – ২১ জুলাইয়ের মঞ্চে ঠিক এই স্লোগান যেন ফের উদ্দীপিত করল তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে গোটা বাংলা আজ ধর্মতলায় চোখ রেখেছে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচির আয়োজন শুক্রবার। ২১ জুলাইয়ের সমাবেশ সভা শুরুর আগে মঞ্চের উঠে গান গাইলেন যুব তৃণমূল কর্মীরা। সমাবেশের মঞ্চে তৃণমূলের প্রথম সারির নেতারা। সমাবেশের সভাপতিত্বের দায়িত্ব নিয়ে মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূলের সহ-সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi)। এদিন কেশপুরের বিধায়ক শিউলি সাহা (Seuli Saha)বলেন, বিজেপিকে ২০২৪ সালে পরাজিত করে সোনার ভারত গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে মণিপুর প্রসঙ্গ টেনে আনেন তিনি। দিনের পর দিন দেশের বিভিন্ন প্রান্তে যেখানে আদিবাসী এবং তফসিলি জাতির উপর অত্যাচার চলছে, সেখানে বাংলায় আজ সব জাতি ধর্ম নির্বিশেষে মা মাটি মানুষ সুরক্ষিত আছেন বলে জানান তিনি।

২১ -এর মঞ্চে মানুষের ভিড় প্রত্যেকবার নয়া রেকর্ড তৈরি করে। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee and Avishek Banerjee) জন্য , এমনটাই জানান শিউলি সাহা। দলনেত্রীকে আগামী দিনের মুক্তি সূর্য বলে উল্লেখ করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ” আমার দুর্গা” হয়ে রাজ্যবাসীকে রক্ষা করেছেন। যেভাবে তফসিলি জাতির প্রতিনিধি হয়ে তাঁকে মঞ্চে প্রথম সারিতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাঁর জন্য নেত্রীকে ধন্যবাদ জানান তিনি। নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে শিউলি বলেন, ধর্মের নামে ভেদাভেদ নয় সকলকে সসম্মানে মর্যাদা দিয়ে সমানাধিকারের যে দৃষ্টান্ত বাংলা তৈরি করেছে, তার সবটাই সম্ভব করেছেন তৃণমূল সুপ্রিমো। তাই বাংলার মেয়েদের আগামির পথে এগিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, ২০২৪- বিজেপিকে হঠিয়ে INDIA-কে প্রতিষ্ঠিত করার কথা বলেন তিনি। “আমার দুর্গা” কবিতা দিয়ে বক্তব্য শেষ করেন কেশপুরের বিধায়ক।

 

 

spot_img

Related articles

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু...