Tuesday, November 4, 2025

সোনার ভারত গড়বেন মমতা, একুশের মঞ্চে দাবি শিউলি সাহার

Date:

Share post:

শহিদের রক্ত হবে নাকো ব্যর্থ – ২১ জুলাইয়ের মঞ্চে ঠিক এই স্লোগান যেন ফের উদ্দীপিত করল তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে গোটা বাংলা আজ ধর্মতলায় চোখ রেখেছে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচির আয়োজন শুক্রবার। ২১ জুলাইয়ের সমাবেশ সভা শুরুর আগে মঞ্চের উঠে গান গাইলেন যুব তৃণমূল কর্মীরা। সমাবেশের মঞ্চে তৃণমূলের প্রথম সারির নেতারা। সমাবেশের সভাপতিত্বের দায়িত্ব নিয়ে মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূলের সহ-সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi)। এদিন কেশপুরের বিধায়ক শিউলি সাহা (Seuli Saha)বলেন, বিজেপিকে ২০২৪ সালে পরাজিত করে সোনার ভারত গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে মণিপুর প্রসঙ্গ টেনে আনেন তিনি। দিনের পর দিন দেশের বিভিন্ন প্রান্তে যেখানে আদিবাসী এবং তফসিলি জাতির উপর অত্যাচার চলছে, সেখানে বাংলায় আজ সব জাতি ধর্ম নির্বিশেষে মা মাটি মানুষ সুরক্ষিত আছেন বলে জানান তিনি।

২১ -এর মঞ্চে মানুষের ভিড় প্রত্যেকবার নয়া রেকর্ড তৈরি করে। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee and Avishek Banerjee) জন্য , এমনটাই জানান শিউলি সাহা। দলনেত্রীকে আগামী দিনের মুক্তি সূর্য বলে উল্লেখ করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ” আমার দুর্গা” হয়ে রাজ্যবাসীকে রক্ষা করেছেন। যেভাবে তফসিলি জাতির প্রতিনিধি হয়ে তাঁকে মঞ্চে প্রথম সারিতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাঁর জন্য নেত্রীকে ধন্যবাদ জানান তিনি। নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে শিউলি বলেন, ধর্মের নামে ভেদাভেদ নয় সকলকে সসম্মানে মর্যাদা দিয়ে সমানাধিকারের যে দৃষ্টান্ত বাংলা তৈরি করেছে, তার সবটাই সম্ভব করেছেন তৃণমূল সুপ্রিমো। তাই বাংলার মেয়েদের আগামির পথে এগিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, ২০২৪- বিজেপিকে হঠিয়ে INDIA-কে প্রতিষ্ঠিত করার কথা বলেন তিনি। “আমার দুর্গা” কবিতা দিয়ে বক্তব্য শেষ করেন কেশপুরের বিধায়ক।

 

 

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...