Thursday, January 8, 2026

বাংলার বাড়ি থেকে বার্ধক্য পেনশন: সামাজিক সুরক্ষা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বাড়ি বার্ধক্য, পেনশন-সহ একাধিক সামাজিক সুরক্ষা নিয়ে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কোনও অভিযোগ না পাওয়া সত্ত্বেও আবাস যোজনায় বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই নিয়ে শুক্রবার ২১ জুলাই-এর মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য নিজেই বাংলার বাড়ি করে দেবে। বলেন, “১১ লক্ষ বাড়ি তৈরি হবে বলেও আটকে দিয়েছে। এটা বাড়ি বাংলার বাড়ি। আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। করব কেন, করেছি। বাংলার বাড়ি দুই পর্যায়ে করব। এই বছর আমরা ১১ লক্ষ বাড়ির পরিকল্পনা রয়েছে।“

বাংলার বাড়ির পাশাপাশি বার্ধক্য পেনশন নিয়েও আশ্বাস দেন মুখ্য়মন্ত্রী। বলেন, “সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ৩ লক্ষ ফোন এসেছে। তাতে ৭০-৮০ হাজার বার্ধক্য পেনশনের অনুরোধ এসেছে। আমি করে দেব।“ মমতা বলেন, “আমরা আরও কয়েকলক্ষ বার্ধক্য পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি। তবে এটা কেন্দ্রীয় সরকারের টাকা নয়, বাংলার টাকা। অনেক বয়স্ক মানুষ রয়েছেন। কেউ লক্ষ্মীর ভাণ্ডারে জায়গা পাবেন, কেউ সংখ্যালঘু তহবিলে জায়গা পাবেন, কেউ অন্য কোনও প্রকল্পে অ্যাডজাস্ট হবেন।“

মুখ্যমন্ত্রী জানান, “বাংলায় এত প্রকল্প। প্রায় ৬৭টি মতো। আর কোনও রাজ্য়ে নেই। বিশ্বে নেই। সামাজিক সুরক্ষায় আমরা প্রথমে।“ পরিসংখ্যান দিয়ে মমতা জানান, “নীতি আয়োগ বলছে, গত এক বছরে ১১ শতাংশ দারিদ্র কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ। আর দশ বছরের হিসেবে ২৬ শতাংশ। বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪০ শতাংশ, আর গোটা ভারতে ৪৫ শতাংশ কমেছে।“

 

 

 

spot_img

Related articles

ফিরে যেতে দেব না, কর্মসংস্থান নিয়ে কথা বলব মুখ্যমন্ত্রীর সঙ্গে: পরিযায়ী শ্রমিকদের আশ্বাস অভিষেকের, চালু হেল্প লাইন

“কয়েকটা মাস একটু সহ্য করতে হবে। কাউকে ফেরত যেতে দেব না“ বৃহস্পতিবার, মালদহে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করে...

প্রসূন মুখোপাধ্যায়কে এসআইআর নোটিশ, ডেকে পাঠানো হল প্রাক্তন নগরপালের ছেলেকেও 

সেলিব্রেটি থেকে নোবেলজয়ী, এসআইআর হিয়ারিং তালিকায় উঠে এসেছে একের পর এক নাম। এবার নোটিশ পাঠানো হল কলকাতার প্রাক্তন...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ফের নৃশংস যোগীরাজ্য! উদ্ধার মহিলার আধপোড়া-অর্ধ নগ্ন দেহ

ফের যোগীরাজ্য! এবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) হাপুড় থেকে উদ্ধার হল আধপোড়া অবস্থায় এক মহিলার অর্ধনগ্ন দেহ। ঘটনাটি...