Tuesday, November 4, 2025

বাংলার বাড়ি থেকে বার্ধক্য পেনশন: সামাজিক সুরক্ষা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বাড়ি বার্ধক্য, পেনশন-সহ একাধিক সামাজিক সুরক্ষা নিয়ে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কোনও অভিযোগ না পাওয়া সত্ত্বেও আবাস যোজনায় বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই নিয়ে শুক্রবার ২১ জুলাই-এর মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য নিজেই বাংলার বাড়ি করে দেবে। বলেন, “১১ লক্ষ বাড়ি তৈরি হবে বলেও আটকে দিয়েছে। এটা বাড়ি বাংলার বাড়ি। আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। করব কেন, করেছি। বাংলার বাড়ি দুই পর্যায়ে করব। এই বছর আমরা ১১ লক্ষ বাড়ির পরিকল্পনা রয়েছে।“

বাংলার বাড়ির পাশাপাশি বার্ধক্য পেনশন নিয়েও আশ্বাস দেন মুখ্য়মন্ত্রী। বলেন, “সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ৩ লক্ষ ফোন এসেছে। তাতে ৭০-৮০ হাজার বার্ধক্য পেনশনের অনুরোধ এসেছে। আমি করে দেব।“ মমতা বলেন, “আমরা আরও কয়েকলক্ষ বার্ধক্য পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি। তবে এটা কেন্দ্রীয় সরকারের টাকা নয়, বাংলার টাকা। অনেক বয়স্ক মানুষ রয়েছেন। কেউ লক্ষ্মীর ভাণ্ডারে জায়গা পাবেন, কেউ সংখ্যালঘু তহবিলে জায়গা পাবেন, কেউ অন্য কোনও প্রকল্পে অ্যাডজাস্ট হবেন।“

মুখ্যমন্ত্রী জানান, “বাংলায় এত প্রকল্প। প্রায় ৬৭টি মতো। আর কোনও রাজ্য়ে নেই। বিশ্বে নেই। সামাজিক সুরক্ষায় আমরা প্রথমে।“ পরিসংখ্যান দিয়ে মমতা জানান, “নীতি আয়োগ বলছে, গত এক বছরে ১১ শতাংশ দারিদ্র কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ। আর দশ বছরের হিসেবে ২৬ শতাংশ। বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪০ শতাংশ, আর গোটা ভারতে ৪৫ শতাংশ কমেছে।“

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version