Sunday, November 16, 2025

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে একাধিক রেকর্ড রোহিতের, টপকে গেলেন গাভাস্কর-ধোনিকে

Date:

বৃহস্পতিবার কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। আর এই ম‍্যাচ খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রেকর্ড ভাঙলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগকে।

বৃহস্পতিবার ক‍্যাবিয়ানদের বিরুদ্ধে দুরন্ত শুরু করেন রোহিত। ৮০ রানে আউট হন ভারত অধিনায়ক। আর এই রান করতেই নজির গড়েন তিনি। টেস্ট ওপেনার হিসেবে ২০০০ রানের মাইলস্টোন পূর্ণ করেন হিটম্যান। এক্ষেত্রে পিছনে ফেলে দেন সুনীল গাভাস্কর এবং গৌতম গম্ভীরকে। গাভাস্কর ও গম্ভীর ৪৩টি ইনিংসে ওপেন করতে নেমে ২০০০ রান পূর্ণ করেন। রোহিত ওপেনার হিসেবে ভারতের হয়ে টেস্টে ২০০০ রান করেন ৪০টি ইনিংসে।

শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে আরও একটি নজির গড়েন ভারত অধিনায়ক। তিন ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক রানের নিরিখে বীরেন্দ্র সেহবাগ এবং মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন রোহিত শর্মা। রোহিতের তিন ফর্ম‍্যাট মিলিয়ে এখনও পযর্ন্ত রান সংখ‍্যা ১৭,২৯৮। যেখানে ভারত, এশিয়া একাদশ ও আইসিসি একাদশের হয়ে মাঠে নেমে সেহবাগ তিন ফর্ম্যাট মিলিয়ে মোট করেন ১৭২৫৩ রান।  ভারত ও এশিয়া একাদশের হয়ে মাঠে নেমে ধোনি তিন ফর্ম্যাট মলিয়ে করেন ১৭২৬৬ রান। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিক সচিন তেন্ডুলকর। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।

এদিকে টেস্টে হিট হয়ে গিয়েছে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি। তাঁদের জুটি দ্বিতীয় টেস্টেও গড়ে ফেলেছেন বড় নজির।ভারতীয় ওপেনিং জুটি হিসেবে প্রথমবার এশিয়ার বাইরে টানা দু’টি টেস্ট ম্যাচে একশোর বেশি রানের পার্টনারশিপ করার নজির গড়লেন রোহিত-যশস্বী। এই নজির আর কোনও ভারতীয় ওপেনিং জুটির নেই।

আরও পড়ুন:ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, বিরাট ব‍্যাটিং কোহলির, প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান ভারতের

 

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version