Thursday, November 6, 2025

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, আহমেদাবাদে হোটেলে ঘর নেই, বুকিং হাসপাতালের বেড

Date:

অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিন ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হবে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর টুর্নামেন্টের সব থেকে বড় ম‍্যাচ ১৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর ম‍্যাচ শুরু হওয়ার আগেই শিরোনামে আহমেদাবাদ। ১৫ অক্টোবর সেই ম্যাচ দেখার জন্য ইতিমধ্যেই আহমেদাবাদের অনেকে হোটেলে ঘর বুক করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। জানা যাচ্ছে, আহমেদাবাদের প্রায় কোনও হোটেলের ঘরই আর ফাঁকা নেই। যার ফলে অনেকে হাসপাতালের বেড ভাড়া করছেন। যাতে ওখানে থেকে ম‍্যাচ দেখতে পারেন।

এই নিয়ে এক নামী বেসরকারি হোটেলের কর্তা বলেন,” ১৫ অক্টোবরে ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে আহমেদাবাদে। তাই ১৩-১৬ অক্টোবরের জন্যে বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরের সব হোটেলের ঘর শেষের দিকে। ম্যাচের দিনগুলিতে হোটেল ভর্তি থাকবে।”

এদিকে একটি বেসরকারি হাসপাতালের ডিরেক্টর বলেন,”যেহেতু হাসপাতালে থাকতে বুকিং করা হচ্ছে, তাই শরীরের বিভিন্ন জিনিসের পরীক্ষা করা হবে। একরাত থাকতে হবে। এর ফলে দর্শক এবং হাসপাতাল, দু’পক্ষেরই স্বার্থ পরিপূর্ণ হবে। দর্শকদের অনেকটাই সাশ্রয় হবে। হোটেলের থেকে অনেক কম খরচে থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। হাসপাতালও শারীরিক পরীক্ষা করে নিতে পারবে।

জানা যাচ্ছে, আহমেদাবাদের বিলাসবহুল হোটেলের ঘরগুলি সাধারণ সময়ে ৬,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু বিশ্বকাপের জন‍্য অক্টোবরে তার দাম ৫০ হাজার টাকায় পৌঁছে গিয়েছে। সেখানে হাসপাতালের বেড ভাড়া পাওয়া যাচ্ছে ৩০০০ টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে। সেই সঙ্গে পাওয়া যাবে খাবারও। সঙ্গে বাড়তি পাওয়না হল শারীরিক পরীক্ষা।

আরও পড়ুন:শনিবার থেকে শুরু মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version