Friday, August 22, 2025

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, আহমেদাবাদে হোটেলে ঘর নেই, বুকিং হাসপাতালের বেড

Date:

অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিন ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হবে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর টুর্নামেন্টের সব থেকে বড় ম‍্যাচ ১৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর ম‍্যাচ শুরু হওয়ার আগেই শিরোনামে আহমেদাবাদ। ১৫ অক্টোবর সেই ম্যাচ দেখার জন্য ইতিমধ্যেই আহমেদাবাদের অনেকে হোটেলে ঘর বুক করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। জানা যাচ্ছে, আহমেদাবাদের প্রায় কোনও হোটেলের ঘরই আর ফাঁকা নেই। যার ফলে অনেকে হাসপাতালের বেড ভাড়া করছেন। যাতে ওখানে থেকে ম‍্যাচ দেখতে পারেন।

এই নিয়ে এক নামী বেসরকারি হোটেলের কর্তা বলেন,” ১৫ অক্টোবরে ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে আহমেদাবাদে। তাই ১৩-১৬ অক্টোবরের জন্যে বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরের সব হোটেলের ঘর শেষের দিকে। ম্যাচের দিনগুলিতে হোটেল ভর্তি থাকবে।”

এদিকে একটি বেসরকারি হাসপাতালের ডিরেক্টর বলেন,”যেহেতু হাসপাতালে থাকতে বুকিং করা হচ্ছে, তাই শরীরের বিভিন্ন জিনিসের পরীক্ষা করা হবে। একরাত থাকতে হবে। এর ফলে দর্শক এবং হাসপাতাল, দু’পক্ষেরই স্বার্থ পরিপূর্ণ হবে। দর্শকদের অনেকটাই সাশ্রয় হবে। হোটেলের থেকে অনেক কম খরচে থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। হাসপাতালও শারীরিক পরীক্ষা করে নিতে পারবে।

জানা যাচ্ছে, আহমেদাবাদের বিলাসবহুল হোটেলের ঘরগুলি সাধারণ সময়ে ৬,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু বিশ্বকাপের জন‍্য অক্টোবরে তার দাম ৫০ হাজার টাকায় পৌঁছে গিয়েছে। সেখানে হাসপাতালের বেড ভাড়া পাওয়া যাচ্ছে ৩০০০ টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে। সেই সঙ্গে পাওয়া যাবে খাবারও। সঙ্গে বাড়তি পাওয়না হল শারীরিক পরীক্ষা।

আরও পড়ুন:শনিবার থেকে শুরু মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version