Saturday, August 23, 2025

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিনের শেষে দাপট ভারতের, ক‍্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে

Date:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ৮৬। ক‍্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে। প্রথম ইনিংসে ভারত করে ৪৩৮ রান। ১২১ রান করেন বিরাট কোহলি।

প্রথম দিন যেই জায়গাতে শেষ করেছিলেন ভারতের দুই ব‍্যাটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন ঠিক সেই জায়গা থেকেই ব‍্যাট হাতে দাপট শুরু করলেন তাঁরা। প্রথম দিন ৮৭ রানে অপরাজিত ছিলেন বিরাট। ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে শতরান করতে বিরাটের বাকি ছিল মাত্র ১৩ রান। দ্বিতীয় দিনের শুরুতেই তা করে ফেলেন বিরাট। চার মেরে নিজের শতরান পূরণ করেন তিনি। শতরান করে ব্যাট আকাশে তোলেন। বিরাটের শতরানের পরই অর্ধশতরান করেন জাদেজা। তবে এরপরই ছন্দপতন। রান-আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ১১টি বাউন্ডারির সাহায্যে ২০৬ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন তিনি। এরপরই আউট হন জাদেজা। রোচের বলে আউট হন তিনি। জাদেজা ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫২ বলে ৬১ রান করে মাঠ ছাড়েন। প্রথম টেস্টের মতন দ্বিতীয় টেস্টেও রান পেলেন না ইশান কিষাণ। ২৫ রান করেন তিনি। ৫৬ রানে আউট হন রবীচন্দ্রন অশ্বীন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। ২টি উইকেট নেন জেসন হোল্ডার। ১টি উইকেট নেন করেন শ্যানন গ্যাব্রিয়েল।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ক‍্যারিবিয়ানরা। তেজনারায়ণ চন্দ্রপলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ক্রেগ ব্রাথওয়েট। ৭১ রানের জুটি গড়েন তাঁরা। ক‍্যারিবিয়ানদের প্রথম আঘাত আসে ৩৪.২ ওভারে। জাদেজার বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন তেজনারায়ণ চন্দ্রপল। চন্দ্রপল করেন ৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিজে রয়েছেন ব্রাথওয়েট এবং ম্যাকেঞ্জি। ৩৭ রান করে অপরাজিত ব্রাথওয়েট। ১৪ রানে অপরাজিত ম্যাকেঞ্জি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version