Monday, May 5, 2025

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিনের শেষে দাপট ভারতের, ক‍্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে

Date:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ৮৬। ক‍্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে। প্রথম ইনিংসে ভারত করে ৪৩৮ রান। ১২১ রান করেন বিরাট কোহলি।

প্রথম দিন যেই জায়গাতে শেষ করেছিলেন ভারতের দুই ব‍্যাটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন ঠিক সেই জায়গা থেকেই ব‍্যাট হাতে দাপট শুরু করলেন তাঁরা। প্রথম দিন ৮৭ রানে অপরাজিত ছিলেন বিরাট। ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে শতরান করতে বিরাটের বাকি ছিল মাত্র ১৩ রান। দ্বিতীয় দিনের শুরুতেই তা করে ফেলেন বিরাট। চার মেরে নিজের শতরান পূরণ করেন তিনি। শতরান করে ব্যাট আকাশে তোলেন। বিরাটের শতরানের পরই অর্ধশতরান করেন জাদেজা। তবে এরপরই ছন্দপতন। রান-আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ১১টি বাউন্ডারির সাহায্যে ২০৬ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন তিনি। এরপরই আউট হন জাদেজা। রোচের বলে আউট হন তিনি। জাদেজা ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫২ বলে ৬১ রান করে মাঠ ছাড়েন। প্রথম টেস্টের মতন দ্বিতীয় টেস্টেও রান পেলেন না ইশান কিষাণ। ২৫ রান করেন তিনি। ৫৬ রানে আউট হন রবীচন্দ্রন অশ্বীন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। ২টি উইকেট নেন জেসন হোল্ডার। ১টি উইকেট নেন করেন শ্যানন গ্যাব্রিয়েল।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ক‍্যারিবিয়ানরা। তেজনারায়ণ চন্দ্রপলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ক্রেগ ব্রাথওয়েট। ৭১ রানের জুটি গড়েন তাঁরা। ক‍্যারিবিয়ানদের প্রথম আঘাত আসে ৩৪.২ ওভারে। জাদেজার বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন তেজনারায়ণ চন্দ্রপল। চন্দ্রপল করেন ৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিজে রয়েছেন ব্রাথওয়েট এবং ম্যাকেঞ্জি। ৩৭ রান করে অপরাজিত ব্রাথওয়েট। ১৪ রানে অপরাজিত ম্যাকেঞ্জি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version