২১ জুলাইয়ের মঞ্চ থেকে একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাই শুনেই ভয়ে আদালতে ছুটেছেন বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্ব। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার, দিল্লি (Delhi) রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেকের মন্তব্য, “শুভেচ্ছা রইল।“

মণিপুর-সহ বিভিন্ন ইস্যুতে এবার সংসদের বাদল অধিবেশনে ঝড় তুলতে চলছে তৃণমূল। দলের সাংসদের আন্দোলনের রূপলেখা স্থির করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণেই রবিবাসরীয় দুপুরে দিল্লি রওনা দেন অভিষেক। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে প্রশ্ন করেন। তীব্র তাচ্ছিল্য আর কটাক্ষের জন্য অভিষেকের জবাব, “শুভেচ্ছা রইল।“
