Sunday, August 24, 2025

হাসপাতালে ট্রলি ঠেলার দিন শেষ! কলকাতা মেডিক্যালে এবার চালু হচ্ছে ই-অ্যাম্বুল্যান্স পরিষেবা

Date:

হাসপাতালে ট্রলি ঠেলার দিন শেষ হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজে এবার চালু হচ্ছে ই-অ্যাম্বুল্যান্স পরিষেবা। রোগী ওই অ্যাম্বুল্যান্সে সরাসরি পৌঁছে যাবেন ওয়ার্ডে। এই অ্যাম্বুল্যান্সে থাকবে প্রাথমিক চিকিৎসার জন্য অক্সিজেন-সহ অন্যান্য ব্যবস্থাও। সেই সঙ্গে মেডিক্যালে শুরু হয়েছে ‘রুটি অন হুইলস’। যেখানে হাসপাতালে থাকা রোগীর পরিজনদের রুটি, সবজি দেওয়া হচ্ছে। হাসপাতালের পাঁচ নম্বর গেটে ইতিমধ্যেই চালু হয়েছে এই পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন, সরকারি হাসপাতালে উন্নত পরিষেবা দিতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা আরও আধুনিক হয়েছে।

মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় রবিবার বলেন, হাসপাতালে অনেক সময় ট্রলি পাওয়া যায় না। আবার ট্রলি থাকলেও মেলে না ট্রলিবয়কে। তাই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই আধুনিক পরিষেবা চালু করা হচ্ছে। এ-জন্য ট্রায়াল-রানও হয়ে গিয়েছে। মেডিক্যালের সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ অঞ্জন অধিকারী বলেন, আমরা দেখেছি, রোগীর সঙ্গে আসা আত্মীয় এমনকী মহিলারাও ট্রলি টানছেন। চাই না এটা চলুক। মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন, হাসপাতালে পরিষেবার ক্ষেত্রে সকলকেই মানবিক হতে হবে। আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়েই ‘ই-অ্যাম্বুল্যান্স’ চালু করছি। এ ছাড়া শীঘ্রই সুপার স্পেশালিটি ব্লকে ই-প্রেসক্রিপশনস চালু হচ্ছে। অর্থাৎ রোগীর সব তথ্যই থাকবে কম্পিউটারে। রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, চিকিৎসায় গোল্ডেন কার্ড চালু করার। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে রাজ্যের সব হাসপাতালে নিঃখরচায় পরিষেবা মিলবে। ডাঃ সুদীপ্ত রায় বলেন, রাজ্য সরকারের সবুজসঙ্কেত পেলেই মেডিক্যাল কলেজে গোল্ডেন কার্ড চালু হয়ে যাবে। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এর ফলে টিকিট কাটার ঝামেলা থেকে রেহাই পাবেন রোগী।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে ড্র করে বিশেষ পুরস্কার বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version