Sunday, May 11, 2025

শহরাঞ্চলের গৃহহীন, ফুটপাতবাসী বা ভবঘুরেদের জন্য ১০৯ টি আশ্রয় কেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

রাজ্য সরকার শহরাঞ্চলের গৃহহীন, ফুটপাতবাসী বা ভবঘুরেদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরির কাজে গতি আনতে উদ্যোগী হয়েছে। চলতি বছরেই সারা রাজ্যে এধরণের ১০৯টি আশ্রয় কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে ৭০টি কলকাতায়।

জাতীয় শহর জীবিকা মিশনের আওতায় গোটা রাজ্যে এই ধরনের ৫৫টি আশ্রয়কেন্দ্র গড়ার কাজ শেষ হয়েছে। আরও ৪৪টি গড়ার ব্যাপারে সরকারি ছাড়পত্র পাওয়া গেছে বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে। যে সমস্ত গরীব-আশ্রয়হীন মানুষ রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ফুটপাথে দিন কাটান তাঁদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে এই কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে। ৫০ শয্যা বিশিষ্ট প্রতিটি কেন্দ্র তৈরি করতে খরচ হবে প্রায় দেড় কোটি টাকা। সেখানে পরিচ্ছন্ন পরিবেশ, পরিস্রুত পানীয় জল, শৌচালয়ের সুবিধা থাকছে। পাশাপাশি তাঁদের নিয়মিত স্বাস্হ্য-পরীক্ষারও ব্যবস্থা থাকবে। পুরসভাগুলি নৈশ অভিযান চালিয়ে এই আশ্রয়ে থাকার উপযুক্ত মানুষদের চিহ্নিত করবে।

২০১১ সালের জনগণনা অনুযায়ী কলকাতায় ভবঘুরের সংখ্যা প্রায় হাজার তিরিশেক। তবে, তৎকালীন বাম সরকারের আমলের এই হিসেব নিয়ে দ্বিমত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি নতুন সমীক্ষা হয়। কলকাতা পুলিস সেই সমীক্ষা করে। দেখা যায়, ভবঘুরের সংখ্যা ৭২০০। কিন্তু শহরে ফুটপাতবাসীদের রাখার জন্য বর্তমানে যে নাইট শেল্টার আছে, তার শয্যাসংখ্যা মাত্র ৬৫০। তাই নতুন নাইট শেল্টার বাড়ানোর কাজে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- হাসপাতালে ট্রলি ঠেলার দিন শেষ! কলকাতা মেডিক্যালে এবার চালু হচ্ছে ই-অ্যাম্বুল্যান্স পরিষেবা

Related articles

তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস!

রবিবাসরীয় সকালে বাজার-দোকান করতে গিয়ে ঘর্মাক্ত বাঙালি। ছুটির দিনে তাপপ্রবাহের জেরে বাড়ছে অস্বস্তি। এর মাঝেই দক্ষিণবঙ্গের (South Bengal...

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...
Exit mobile version