Friday, January 9, 2026

এবার রেখার সম.কামিতা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর জীবনী-লেখক!

Date:

Share post:

শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় বলিউডের (Bollywood) ‘উমরাও জান’ রেখার (Actress Rekha) মহিলা সহকারীর সঙ্গে সহবাস নিয়ে একাধিক লেখালেখি শুরু হয়েছিল। চির সবুজ রেখার (Actress Rekha) সৌন্দর্যে দশকের পর দশক ধরে মুগ্ধ ভারতীয় দর্শকরা। তাঁর ফিল্মি ক্যারিয়ারের সেরা সময় আশির দশক। নায়িকার সঙ্গে মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) গভীর সম্পর্ক নিয়েও বলিউডে বরাবর আলোচনা হয়েছে। অভিনেত্রী নিজেই অমিতাভের প্রতি তাঁর দুর্বলতার কথা স্বীকার করেছেন। এই সব কিছু ছাপিয়ে নেট দুনিয়ায় আচমকাই ভাইরাল হয় বলিউডের চিরতরুণী নায়িকা রেখার জীবনের পুরনো এক কাহিনী। লেখক ইয়াসির উসমানের (Yaseer Usman) লেখা ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’( ‘Rekha: The Untold Story’) বইটিতে উঠে আসে নায়িকার জীবনের বেশ কিছু গোপন তথ্য। নেটিজেনরা বলতে শুরু করেন, তাহলে কি সত্যিই মহিলা সহকারী ফারজ়ানার সঙ্গেই নিজের যৌন জীবনে ব্যস্ত রেখা? অভিনেত্রী তরফে কোন জবাব না মিললেও এবার মুখ খুললেন স্বয়ং লেখক।

 

‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইটিকে অভিনেত্রীর জীবনী হিসেবেই ধরে নেওয়া যায়। রেখার ব্যক্তিগত জীবন নিয়ে এইসময়ে যখন জল্পনা বাড়ছে, তখন লেখক বলছেন, “সহবাস’ বা ‘যৌন সম্পর্ক’-এর মতো শব্দবন্ধের উল্লেখ আমি পাণ্ডুলিপিতে পর্যন্ত করিনি।’’ তাহলে কি সত্যিই সহকারীর সঙ্গে সম্পর্ক নেই অভিনেত্রীর? ৬৮ বছর বয়সেও রেখা অনায়াসে দেশি-বিদেশি ম্যাগাজিনের কভার গার্ল হয়ে উঠতে পারেন। তাঁর সৌন্দর্য রহস্য রীতিমতো গবেষণা করার মতো। কিন্তু তাঁর বেডরুম সিক্রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। বইতে নাকি লেখক দাবি করেছেন, বহু বছর ধরেই নিজের ব্যক্তিগত সহকারী ফারজ়ানার সঙ্গে সম্পর্কে রয়েছেন রেখা। প্রায় তিন দশক ধরে রেখার ছায়াসঙ্গী তিনি। প্রতি মুহূর্তে তাঁকে রেখার পাশে থাকতে দেখা যায়। যদিও অভিনেত্রী বরাবর সহকারীকে নিজের বোন দাবি করে এসেছেন। লেখকের এমন দাবি ঘিরেই ঝড় ওঠে সমাজমাধ্যমে। গতকাল এই নিয়ে কোন মন্তব্য না করলেও আজ সোশ্যাল মিডিয়ায় নিজের কথা পরিষ্কার করে জানিয়ে দেন লেখক। তিনি লেখেন, ‘‘আমার লেখা ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ের বক্তব্য বলে যে উদ্ধৃতিগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলি সম্পূর্ণ মিথ্যে। প্রচার বাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করা হচ্ছে।’’ এখানেই শেষ নয় বইয়ের মাধ্যমে অপপ্রচার হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ইয়াসির।

 

 

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...