Thursday, July 3, 2025

অফিসের ল্যান্ডলাইন থেকে ফোন করল কে? শাটার তুলতেই দেখা মিলল কীর্তিমান সারমেয়র!

Date:

Share post:

নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। যে অফিস পাঁচ মিনিট আগে নিজে হাতে বন্ধ করে এসেছিলেন, সেই অফিসের ল্যান্ড লাইন থেকে ফোন! ঘাবড়ে গিয়ে প্রথমে বুঝতেই পারছিলেন না কে করছে ফোন। কিন্তু সম্বিত ফিরল কুকুরের গলার আওয়াজ পেয়ে। সঙ্গে সঙ্গে পড়িমরি করে ফের ছুটলেন পঞ্চায়েত অফিসে।

দরজা খুলতেই অবাক তৃণমূল উপপ্রধান বিশ্বজিৎ নাগ।তাকে দেখেই অফিস ঘরে আটকে থাকা কুকুরটি ততক্ষণে লেজ নাড়তে শুরু করেছে। আর নাড়বে নাই বা কেন?প্রতিদিন যে বিশ্বজিৎবাবু তাকে এবং আরও গোটা দশেক রাস্তার কুকুরকে খাবার দেন।কুকুর তো অফিস মুক্ত হল। উপপ্রধানও হাঁফ ছেড়ে বাঁচলেন। কিন্তু প্রশ্ন দেখা দিল যে তাঁর মোবাইলে অফিসের ল্যান্ড লাইন থেকে ফোনটা করল কে?

ফোনটা কি কুকুরই করল? কারণ, ঘরে তো আর কেউ নেই, আর কেই বা করবে ফোন? এ সব নানা প্রশ্ন ভাবাচ্ছে তাঁদের।তবে উপপ্রধান বিশ্বাস করছেন যে ফোনটি এসেছে কুকুরটির কাছ থেকেই। হুগলির গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগ জানান, অফিসের ল্যান্ডলাইন নম্বরটি হটলাইন করা আছে। কেউ অফিস থেকে রিসিভার তুললেই আমার মোবাইলে ফোন আসে। শনিবার সন্ধ্যায় পঞ্চায়েত অফিসের ল্যান্ডলাইন নম্বর থেকে ফোন আসায় অবাকই হন তিনি।বলেন, আমি ফোন তুলে ‘হ্যালো’ বললাম। কোনও সাড়া নেই। বার কয়েক ‘হ্যালো’ বলার পর ভৌ ভৌ আওয়াজ পেলাম। তার পর কুকুরের কান্না। আমি আর দেরি না করে অফিসের দিকে ছুটে যাই।

জল্পনা যাই হোক না কেন, শেষ পর্যন্ত কুকুরটিকে মুক্তি দিতে পেরে তিনি খুশি।  তার ‘মুক্তির আনন্দ’ দেখে উপপ্রধানের মুখে তখন একগাল হাসি। তিনি বলেন, পঞ্চায়েত অফিসের সামনে মোট ১১টি কুকুর থাকে। ওদের দেখভাল আমরাই করি। শনিবার তাদের একটি যে অফিসে ঢুকে রয়েছে, বুঝতে পারিনি।

কিন্তু ফোনটা কে করল? উপপ্রধান বলেন, কুকুরটিই রিসিভার থেকে ফোনটা তুলেছিল। কারণ ওরা প্রায়ই দেখে যে তিনি ফোন তুলে কথা বলছেন। আমরা যেমন কথা বলার পর ফোন রেখে দিই, অফিসে ঢুকে দেখলাম তেমনি ঠিক ভাবে রাখা আছে টেলিফোন। ওর টানাহ্যাঁচড়ায় পড়েও যায়নি। ততক্ষণে এলাকায় ভিড় জমে গিয়েছে। সবাই অবাক পুরো ঘটনায়।

 

spot_img

Related articles

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...