Tuesday, November 4, 2025

অফিসের ল্যান্ডলাইন থেকে ফোন করল কে? শাটার তুলতেই দেখা মিলল কীর্তিমান সারমেয়র!

Date:

নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। যে অফিস পাঁচ মিনিট আগে নিজে হাতে বন্ধ করে এসেছিলেন, সেই অফিসের ল্যান্ড লাইন থেকে ফোন! ঘাবড়ে গিয়ে প্রথমে বুঝতেই পারছিলেন না কে করছে ফোন। কিন্তু সম্বিত ফিরল কুকুরের গলার আওয়াজ পেয়ে। সঙ্গে সঙ্গে পড়িমরি করে ফের ছুটলেন পঞ্চায়েত অফিসে।

দরজা খুলতেই অবাক তৃণমূল উপপ্রধান বিশ্বজিৎ নাগ।তাকে দেখেই অফিস ঘরে আটকে থাকা কুকুরটি ততক্ষণে লেজ নাড়তে শুরু করেছে। আর নাড়বে নাই বা কেন?প্রতিদিন যে বিশ্বজিৎবাবু তাকে এবং আরও গোটা দশেক রাস্তার কুকুরকে খাবার দেন।কুকুর তো অফিস মুক্ত হল। উপপ্রধানও হাঁফ ছেড়ে বাঁচলেন। কিন্তু প্রশ্ন দেখা দিল যে তাঁর মোবাইলে অফিসের ল্যান্ড লাইন থেকে ফোনটা করল কে?

ফোনটা কি কুকুরই করল? কারণ, ঘরে তো আর কেউ নেই, আর কেই বা করবে ফোন? এ সব নানা প্রশ্ন ভাবাচ্ছে তাঁদের।তবে উপপ্রধান বিশ্বাস করছেন যে ফোনটি এসেছে কুকুরটির কাছ থেকেই। হুগলির গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগ জানান, অফিসের ল্যান্ডলাইন নম্বরটি হটলাইন করা আছে। কেউ অফিস থেকে রিসিভার তুললেই আমার মোবাইলে ফোন আসে। শনিবার সন্ধ্যায় পঞ্চায়েত অফিসের ল্যান্ডলাইন নম্বর থেকে ফোন আসায় অবাকই হন তিনি।বলেন, আমি ফোন তুলে ‘হ্যালো’ বললাম। কোনও সাড়া নেই। বার কয়েক ‘হ্যালো’ বলার পর ভৌ ভৌ আওয়াজ পেলাম। তার পর কুকুরের কান্না। আমি আর দেরি না করে অফিসের দিকে ছুটে যাই।

জল্পনা যাই হোক না কেন, শেষ পর্যন্ত কুকুরটিকে মুক্তি দিতে পেরে তিনি খুশি।  তার ‘মুক্তির আনন্দ’ দেখে উপপ্রধানের মুখে তখন একগাল হাসি। তিনি বলেন, পঞ্চায়েত অফিসের সামনে মোট ১১টি কুকুর থাকে। ওদের দেখভাল আমরাই করি। শনিবার তাদের একটি যে অফিসে ঢুকে রয়েছে, বুঝতে পারিনি।

কিন্তু ফোনটা কে করল? উপপ্রধান বলেন, কুকুরটিই রিসিভার থেকে ফোনটা তুলেছিল। কারণ ওরা প্রায়ই দেখে যে তিনি ফোন তুলে কথা বলছেন। আমরা যেমন কথা বলার পর ফোন রেখে দিই, অফিসে ঢুকে দেখলাম তেমনি ঠিক ভাবে রাখা আছে টেলিফোন। ওর টানাহ্যাঁচড়ায় পড়েও যায়নি। ততক্ষণে এলাকায় ভিড় জমে গিয়েছে। সবাই অবাক পুরো ঘটনায়।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version