Wednesday, August 27, 2025

বাংলাদেশে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত দুই মাস ধরে ডেঙ্গির প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০ হাজার রোগী ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। আর মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ১৭৬। শেখ হাসিনা সরকার ডেঙ্গি নিধনে বিভিন্ন চেষ্টা করে চলেছে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ২হাজার ২৯২ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯ জন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬টি জায়গাকে ডেঙ্গির জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য দফতর।

দিন যত যাচ্ছে, তত যেন মহামারীর আকার নিচ্ছে ডেঙ্গি সংক্রমণ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মনে করে, দেশে এখন ডেঙ্গির ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ চলছে। এটি জাতীয় উদ্বেগের বিষয়। যদিও বাংলাদেশের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, এখনও জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। তবে ডেঙ্গি উদ্বেগজনক পর্যায়ে চলে গেলে তা জারি করা হতে পারে।ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছিলে বাংলাদেশের ঢাকায়। এখন ঢাকা থেকে চট্টগ্রাম, বরিশাল, খুলনাতেও ক্রমশ ছড়ে পড়ছে ডেঙ্গি। ঢাকার দুটি সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও ডেঙ্গির প্রকোপ মাত্রা ছাড়িয়েছে। পুরকর্তাদের অভিযোগ, হাজার হাজার প্রচারের পরেও মানুষকে সচেতন করা যাচ্ছে না। এ বারে সংক্রামকদের একটা বড় অংশ পাঁচ বছরের কম বয়সি শিশুরা।

চট্টগ্রাম ও বরিশালেও ডেঙ্গি রোধে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। কারণ ঢাকার বাইরে এই দুই জায়গা থেকে সব চেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত গত দেড় মাসে মোট ৩০ হাজার ৬৮৫ জন ডেঙ্গি সংক্রামককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাড়িতেও এর কয়েক গুণ বেশি আক্রান্তের চিকিৎসা শুরু হয়েছে।

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version